হোম > বিশ্ব > ভারত

একই দিনে ভারত সফরে যুক্তরাজ্য ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ শুক্রবার ভারত সফরে গেছেন। উভয় পক্ষই দিল্লির সঙ্গে সম্পর্ক জোরদার করতে এই সফর করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সফরে গিয়ে দিল্লিকে গণতান্ত্রিক দেশগুলোর পাশে আসার আহ্বান জানিয়েছেন লিজ ট্রাস। এ ছাড়া তিনি দিল্লিকে মস্কোর ওপর নির্ভরতা কমাতেও বলেছেন।

এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ আজ দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন। সেখানে তিনি দিল্লিকে আরও রাশিয়ার তেল ও গ্যাস কেনার জন্য এবং পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো উপেক্ষা করার জন্য আহ্বান জানাবেন বলে আশা করা হচ্ছে।

এ মাসের শুরুর দিকে রাশিয়া থেকে ৩০ কোটি ব্যারেল তেল আমদানি করতে সম্মত হয়েছিল ভারত। ভারত সরকার বলেছিল, তেলের এই পরিমাণ খুব বেশি নয়। এটি আসলে একটি বিরাট বালতিতে এক ফোঁটা তেল আমদানির মতো।

এর আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট দেওয়া থেকে বিরত ছিল ভারত। এমনটি রুশ আগ্রাসনের ব্যাপারে ভারত কোনো নিন্দাও করেনি। দিল্লি বলেছিল, আলোচনা ও কূটনীতির পথই সমস্যা সমাধানের একমাত্র উপায়।

এদিকে দিল্লিতে ‘স্বাধীনতা নেটওয়ার্ক’ শীর্ষক এক অনুষ্ঠানে এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন লিজ ট্রাস। তিনি জয়শঙ্করকে বলেন, ‘গণতন্ত্র আগ্রাসীদের ঠেকাতে এক সঙ্গে কাজ করা অত্যাবশ্যক।’

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা