হোম > বিশ্ব > ভারত

বিবাহিত নারীদের নিয়োগ না দেওয়ায় ভারতে তদন্তের মুখে অ্যাপল কারখানা

ভারতের তামিলনাড়ুতে অবস্থিত কারখানায় বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থা ফক্সকনের বিরুদ্ধে। বিতর্কের মুখে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে তামিলনাড়ুর সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

বিবিসি সহ ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত কয়েক মাস ধরেই অভিযোগ ছিল—অ্যাপলের আইফোন তৈরির কারখানায় বিবাহিত নারীদের কাজের সুযোগ দেওয়া হয় না। সর্বশেষ এই বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্সও। 

এমন অভিযোগের পর গতকাল বুধবার ভারতের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তামিলনাড়ু সরকারের কাছে বিষয়টি নিয়ে তদন্ত ও প্রতিবেদন চেয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৯৭৬ সালের সমান পারিশ্রমিক আইনের উদ্ধৃতি দিয়ে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়েছে, ‘এই আইনে স্পষ্ট ভাবে উল্লেখ আছে, পুরুষ ও নারী কর্মীদের নিয়োগের সময় কোনো বৈষম্য করা হবে না।’ 

এর আগে গত মঙ্গলবার রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়—তামিলনাড়ুর চেন্নাইয়ের কাছাকাছি এলাকায় দেশের প্রধান আইফোন তৈরির যে কারখানা রয়েছে সেখানে বিবাহিত নারীদের পরিকল্পিতভাবে চাকরি দেওয়া হয়নি। এর পেছনে নির্মাতা সংস্থা ফক্সকনের যুক্তি ছিল, বিবাহিত নারীদের পারিবারিক দায়িত্ববোধ অবিবাহিতদের তুলনায় বেশি। পাশাপাশি বিবাহিত নারীদের চাকরি দেওয়া হলে তাঁদের মাতৃত্বকালীন ছুটি দেওয়ারও বিষয় থাকে। শারীরিক অসুস্থতা ও পারিবারিক কারণে অতিরিক্ত ছুটিও দিতে হয় বিবাহিত নারীদের। ফলে কর্মক্ষমতায় এর প্রভাব পড়বে। 

ফক্সকনের নিয়োগকারী এজেন্ট ও মানবসম্পদ বিভাগের একটি সূত্রের বরাতে এসব বিষয় বেরিয়ে আসে। এ বিষয়ে ভারতের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিবাহিত নারীদের চাকরি না দেওয়ার অভিযোগে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নজরে এসেছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে