ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুলেছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়ে তদন্ত করার দাবিও করেছে দলটি। গতকাল বুধবার কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা টুইটারে এসব দাবি তোলেন।
কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার অভিযোগ, ছোট ব্যবসায়ী ও দেশীয় সংস্থার স্বার্থ বিসর্জন দিয়ে মার্কিন সংস্থা আমাজনকে ভারতের একচেটিয়া বাজার খুলে দিয়েছে মোদি সরকার। লিগ্যাল ফির নামে ৮ হাজার ৫৪৬ কোটি রুপি ঘুষ আদায় করেছে বিজেপি। ভারতে আমাজনের ছয়টি সংস্থার সঙ্গে কাজ করছে। এই সংস্থাগুলোর নামও জানতে চেয়েছেন তিনি।
কংগ্রেসের প্রশ্ন, দাম নিয়ে কেন এই বিভ্রান্তি? সেই সঙ্গে তালেবান শাসিত আফগানিস্তান থেকে কাদের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ মাদক এসেছে, তা-ও জানতে চেয়েছেন সুরজেওয়ালা।
আমাজন ও মাদক নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি করা হয়েছে। সুরজেওয়ালার বলেন, দেশবাসী জানতে চায়, কারা এই অপরাধের সঙ্গে যুক্ত।