হোম > বিশ্ব > ভারত

মোদি সরকারের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেস

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুলেছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়ে তদন্ত করার দাবিও করেছে দলটি। গতকাল বুধবার কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা টুইটারে এসব দাবি তোলেন। 

কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার অভিযোগ, ছোট ব্যবসায়ী ও দেশীয় সংস্থার স্বার্থ বিসর্জন দিয়ে মার্কিন সংস্থা আমাজনকে ভারতের একচেটিয়া বাজার খুলে দিয়েছে মোদি সরকার। লিগ্যাল ফির নামে ৮ হাজার ৫৪৬ কোটি রুপি ঘুষ আদায় করেছে বিজেপি। ভারতে আমাজনের ছয়টি সংস্থার সঙ্গে কাজ করছে। এই সংস্থাগুলোর নামও জানতে চেয়েছেন তিনি। 

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটের মুদ্রা বন্দরে বিপুল পরিমাণে মাদক জব্দ হয়। প্রথমে বলা হয়েছিল বাজেয়াপ্ত মাদকের বাজারদর ৩৫ হাজার কোটি রুপি। তবে এখন বলা হচ্ছে ২১ হাজার কোটি। 

কংগ্রেসের প্রশ্ন, দাম নিয়ে কেন এই বিভ্রান্তি? সেই সঙ্গে তালেবান শাসিত আফগানিস্তান থেকে কাদের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ মাদক এসেছে, তা-ও জানতে চেয়েছেন সুরজেওয়ালা। 

আমাজন ও মাদক নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি করা হয়েছে। সুরজেওয়ালার বলেন, দেশবাসী জানতে চায়, কারা এই অপরাধের সঙ্গে যুক্ত।    

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু