হোম > বিশ্ব > ভারত

মোদি সরকারের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুলল কংগ্রেস

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুলেছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের বিচারপতি দিয়ে তদন্ত করার দাবিও করেছে দলটি। গতকাল বুধবার কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা টুইটারে এসব দাবি তোলেন। 

কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালার অভিযোগ, ছোট ব্যবসায়ী ও দেশীয় সংস্থার স্বার্থ বিসর্জন দিয়ে মার্কিন সংস্থা আমাজনকে ভারতের একচেটিয়া বাজার খুলে দিয়েছে মোদি সরকার। লিগ্যাল ফির নামে ৮ হাজার ৫৪৬ কোটি রুপি ঘুষ আদায় করেছে বিজেপি। ভারতে আমাজনের ছয়টি সংস্থার সঙ্গে কাজ করছে। এই সংস্থাগুলোর নামও জানতে চেয়েছেন তিনি। 

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য গুজরাটের মুদ্রা বন্দরে বিপুল পরিমাণে মাদক জব্দ হয়। প্রথমে বলা হয়েছিল বাজেয়াপ্ত মাদকের বাজারদর ৩৫ হাজার কোটি রুপি। তবে এখন বলা হচ্ছে ২১ হাজার কোটি। 

কংগ্রেসের প্রশ্ন, দাম নিয়ে কেন এই বিভ্রান্তি? সেই সঙ্গে তালেবান শাসিত আফগানিস্তান থেকে কাদের উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ মাদক এসেছে, তা-ও জানতে চেয়েছেন সুরজেওয়ালা। 

আমাজন ও মাদক নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি করা হয়েছে। সুরজেওয়ালার বলেন, দেশবাসী জানতে চায়, কারা এই অপরাধের সঙ্গে যুক্ত।    

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস