হোম > বিশ্ব > ভারত

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিদ্দারামাইয়া

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সিদ্দারামাইয়া। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। 

আজ শনিবার কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কান্তিভেরা স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল থোয়ারচাঁদ গেহলট। মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেসের আরও আট বিধায়ক। 

এ নিয়ে দ্বিতীয়বারের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদে বসলেন ৭৫ বছর বয়সী সিদ্দারামাইয়া। এর আগে ২০১৩ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। 

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয় বিজেপিবিরোধী অন্য জাতীয় ও আঞ্চলিক দলের নেতাদের। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, দলের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রমুখ। 

১০ মে বিধানসভা নির্বাচনে ২২৪ আসনের মধ্যে ১৩৫টি আসন পেয়ে বিজেপিকে বড় ব্যবধানে হারায় কংগ্রেস। পাশাপাশি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসে তারা। ৬৬ আসন নিয়ে বিজেপি দ্বিতীয় এবং ১৯ আসনে জয় পেয়ে তৃতীয় হয় জেডি-এস। 

কর্ণাটক বিধানসভা নির্বাচনে রেকর্ড জয়ের পরও কংগ্রেসকে চিন্তায় ফেলে মুখ্যমন্ত্রীর চেয়ার নিয়ে শিবকুমার ও সিদ্দারামাইয়ার স্নায়ু লড়াই। মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে শুরু হয় জটিলতা। অবশেষে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের মধ্যস্থতায় দলের স্বার্থে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে রাজি হন শিবকুমার।

 

পেহেলগাম হামলায় এনআইএর চার্জশিট, ৫ ব্যক্তির সঙ্গে এলটিই-টিআরএফও অভিযুক্ত

হিমালয়ে হারিয়ে যাওয়া পারমাণবিক যন্ত্র ৬০ বছর পরও গঙ্গার জন্য ঝুঁকি

আরও ৩০০ কোটি রুপির ইসরায়েলি ‘হেরন মার্ক টু’ ড্রোন কিনছে ভারত

দিল্লিতে ঘন ধোঁয়াশায় ৪০ ফ্লাইট বাতিল, বিলম্বিত ৩০০

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক