হোম > বিশ্ব > ভারত

দাবদাহ: পশ্চিমবঙ্গ হাইকোর্টের আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থাকছে না

দাবদাহে পুড়ছে পশ্চিমবঙ্গ। তীব্র গরমে অস্বস্তি চারদিকে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ হাইকোর্টের আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড গরমের কারণে আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তিনি জানান, হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশেই এই পদক্ষেপ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রচণ্ড গরমের কারণে আইনজীবীরা গাউন পরার হাত থেকে রেহাই চেয়ে যে আবেদন করেছিলেন প্রধান বিচারপতি তা মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরমের ছুটি শেষে আগামী জুনে আদালত খোলা পর্যন্ত আইনজীবীদের গাউন পরা থেকে ছাড় দেওয়া হবে।’ 

এর আগে করোনা পরিস্থিতির সময় এক বিজ্ঞপ্তিতে সুপ্রিমকোর্ট জানিয়েছিল যে, আইনজীবীদের গাউন পরার প্রয়োজন নেই। পরে করোনার প্রকোপ কমে আসায় আইনজীবীদের গাউন পরে আসতে বলা হয়। 

এদিকে বাংলাদেশেও মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে গরমে আইনজীবীদের ড্রেস কোড পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার

বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে ফের উদ্বেগ জানাল ভারত

আতঙ্ক ও উত্তেজনার মধ্যে ভারতে বড়দিন ‘উদ্‌যাপন’

ওডিশায় পশ্চিমবঙ্গের মুসলিম তরুণকে ‘বাংলাদেশি’ বলে পিটিয়ে হত্যা

‘বাংলাদেশি’ তকমায় এক বছরে ২২০০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারত

ছয় মাসের পরিচয়ে বিবাহিতাকে বিয়ের প্রস্তাব, প্রত্যাখ্যান করায় গুলি

তাজমহল একসময় মন্দির ছিল—মধ্যপ্রদেশের মন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর চড়াও ভারতের হিন্দুত্ববাদীরা, উত্তেজনা তুঙ্গে