হোম > বিশ্ব > ভারত

দাবদাহ: পশ্চিমবঙ্গ হাইকোর্টের আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থাকছে না

দাবদাহে পুড়ছে পশ্চিমবঙ্গ। তীব্র গরমে অস্বস্তি চারদিকে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ হাইকোর্টের আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড গরমের কারণে আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তিনি জানান, হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশেই এই পদক্ষেপ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রচণ্ড গরমের কারণে আইনজীবীরা গাউন পরার হাত থেকে রেহাই চেয়ে যে আবেদন করেছিলেন প্রধান বিচারপতি তা মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরমের ছুটি শেষে আগামী জুনে আদালত খোলা পর্যন্ত আইনজীবীদের গাউন পরা থেকে ছাড় দেওয়া হবে।’ 

এর আগে করোনা পরিস্থিতির সময় এক বিজ্ঞপ্তিতে সুপ্রিমকোর্ট জানিয়েছিল যে, আইনজীবীদের গাউন পরার প্রয়োজন নেই। পরে করোনার প্রকোপ কমে আসায় আইনজীবীদের গাউন পরে আসতে বলা হয়। 

এদিকে বাংলাদেশেও মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে গরমে আইনজীবীদের ড্রেস কোড পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।

কাশ্মীরে মসজিদের ওপর কড়া নজরদারি, মুসল্লিদের তথ্য নিচ্ছে মোদি সরকার

সুভাষ চন্দ্র বসুর নাতির ছেলেকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, কমিশনের নোটিশে বিতর্ক

ট্রাম্পের শান্তি পরিষদে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ভারত

তৃণমূলকে উচ্ছেদের সময় হয়ে গেছে: মালদহে মোদি

‘সুন্দরী নারী পুরুষকে বিচ্যুত করতে পারে’, ভারতীয় রাজনীতিকের বক্তব্যে তোলপাড়

ইরানের চাবাহার বন্দর নিয়ে চাপে ভারত, ট্রাম্পকে মানাতে মরিয়া দিল্লি

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু