হোম > বিশ্ব > ভারত

দাবদাহ: পশ্চিমবঙ্গ হাইকোর্টের আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থাকছে না

দাবদাহে পুড়ছে পশ্চিমবঙ্গ। তীব্র গরমে অস্বস্তি চারদিকে। এমন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ হাইকোর্টের আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গত বুধবার আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড গরমের কারণে আইনজীবীদের গাউন পরার বাধ্যবাধকতা থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তিনি জানান, হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশেই এই পদক্ষেপ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রচণ্ড গরমের কারণে আইনজীবীরা গাউন পরার হাত থেকে রেহাই চেয়ে যে আবেদন করেছিলেন প্রধান বিচারপতি তা মঞ্জুর করে এই নির্দেশ দিয়েছেন। আবহাওয়ার পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গরমের ছুটি শেষে আগামী জুনে আদালত খোলা পর্যন্ত আইনজীবীদের গাউন পরা থেকে ছাড় দেওয়া হবে।’ 

এর আগে করোনা পরিস্থিতির সময় এক বিজ্ঞপ্তিতে সুপ্রিমকোর্ট জানিয়েছিল যে, আইনজীবীদের গাউন পরার প্রয়োজন নেই। পরে করোনার প্রকোপ কমে আসায় আইনজীবীদের গাউন পরে আসতে বলা হয়। 

এদিকে বাংলাদেশেও মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে গরমে আইনজীবীদের ড্রেস কোড পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে।

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত

ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি জানুয়ারির শেষে—দিল্লি সফরে জার্মান চ্যান্সেলর

সত্যিকারের বন্ধুত্বে মতবিরোধ থাকতে পারে, ট্রাম্প-মোদি প্রসঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি