হোম > বিশ্ব > ভারত

প্রধানমন্ত্রী গুজরাটে আমাদের ৪ শতাংশ ভোট উপহার দিয়েছেন: কেজরিওয়াল 

আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযানের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও একহাত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, সিসোদিয়াকে হয়রানি শাপে বর হয়ে দেখা দেবে এএপির জন্য। তাঁর দাবি, এসব করার মাধ্যম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে এএপির ভোট আরও ৪ শতাংশ বাড়িয়ে দিয়েছেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে আগামী বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বলেছেন, ‘মনীশ সিসোদিয়ার বাসায় অভিযানের পর থেকে গুজরাটে এএপির ভোটের হার ৪ শতাংশ বেড়েছে। তাঁকে গ্রেপ্তার করা হলে তা বেড়ে ৬ শতাংশে উন্নীত হবে এবং যদি তাঁকে দুই বার গ্রেপ্তার করা হয় তাহলে আমরা গুজরাটে সরকার গঠন করতে পারব। 

দিল্লি বিধানসভার এক অধিবেশনে কেজরিওয়াল এই মন্তব্য করেন। এ সময় তাঁর দলের বিধায়কেরা জোরে টেবিল চাপড়ে তাঁকে সমর্থন করেন। কেজরিওয়াল আরও বলেন, ‘বিজেপির অপারেশন লোটাস যে ব্যর্থ হয়েছে তা প্রমাণ করার জন্য আমরা আজ একটি আস্থা প্রস্তাব এনেছি। আমাদের কোনো বিধায়ক দল পরিবর্তন করেননি।’ উল্লেখ্য, বিরোধীরা প্রায়ই বিজেপির রাজনৈতিক নাশকতা বোঝাতে অপারেশন লোটাস শব্দবন্ধটি উল্লেখ করে। বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম। 

আম আদমি পার্টির সরকার কর্তৃক আনীত এই আস্থা প্রস্তাবে এএপির ৬২ জন বিধায়কের মধ্যে ৫৯ জন অধিবেশনে উপস্থিত ছিলেন। অনুপস্থিত ৩ জনের মধ্যে ২ জন দেশের বাইরে এবং বাকি একজন সত্যেন্দর জৈন নামে একজন কারাবন্দী। ৫৯ জনরে মধ্যে ৫৮ জন বিধায়কই সরকারের পক্ষে ভোট দেন এবং অন্য একজন—দিল্লি বিধানসভার স্পিকার–তিনি ভোট দিতে পারেননি।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ