হোম > বিশ্ব > ভারত

ছেলেকে মারতে এসে মায়ের ধাওয়া খেয়ে পালাল ৩ আক্রমণকারী

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ছেলেকে মারতে এসেছিল তিন আক্রমণকারী। কিন্তু মায়ের সাহসিকতায় এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন সেই ছেলে। স্থানীয় সময় গতকাল রোববার মহারাষ্ট্রের কোলাপুরের জয়সিংহপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভিতে পুরো বিষয়টি ধরা পড়েছে। ভিডিও থেকে দেখা যায়, মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিতে প্রকাশ্য দিবালোকে তলোয়ার হাতে মারতে আসেন তিন ব্যক্তি। কিন্তু তাঁরা সফল হননি। আক্রান্ত ব্যক্তির বৃদ্ধা মায়ের তৎপরতার কাছে হার মেনে পালিয়ে যান ওই তিন ব্যক্তি। 

ভিডিও থেকে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে বসা অবস্থায় তাঁর মায়ের সঙ্গে কথা বলছেন। তাঁর মা পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি স্কুটারে করে আসে তিন ব্যক্তি। তাঁদের একজন মোটরসাইকেলে বসা ব্যক্তির পিঠে তলোয়ার দিয়ে হামলা চালান। যদিও সেই আঘাত তাঁর গায়ে লাগেনি। অল্পের জন্য বেঁচে যান তিনি। 

এর পরপরই আক্রান্ত ব্যক্তির মা ঘটনাস্থল থেকে পাথর কুড়িয়ে আক্রমণকারীদের লক্ষ্য করে নিক্ষেপ করতে থাকেন। মোটরসাইকেল ছেড়ে দিয়ে সেই ব্যক্তিও মায়ের সঙ্গে যোগ দেন। পরে অবস্থা বেগতিক দেখে সেই তিন ব্যক্তি ঘটনাস্থল ছেড়ে পালান। 

পুলিশ জানিয়েছে, মূলত আক্রমণকারী তিন ব্যক্তির সঙ্গে আক্রান্ত ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরেই ওই ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় আক্রান্ত ব্যক্তির বাবা শহরের বাইরে ছিলেন। তবে এই ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা হয়েছে কি না তা জানায়নি পুলিশ।

বিহারে সড়ক দুর্ঘটনায় কিশোরের মৃত্যু, মরদেহ উদ্ধার না করে মাছ লুটের হিড়িক

মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ করে দিল মোদি সরকার

ভারতীয়দের শিগগির ইরান ত্যাগের নির্দেশ

কর্ণাটকে ঘুড়ির সুতায় গলা কেটে মোটরসাইকেলচালকের মৃত্যু

মমতা পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছেন: ভারতীয় মন্ত্রী

সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ভাষণের নতুন রেকর্ড গড়েছে ভারত

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

চলচ্চিত্র ইস্যুতে থালাপতি বিজয়ের পাশে রাহুল, জোটের রাজনীতি নিয়ে গুঞ্জন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

হাজারো মানুষকে বাংলাদেশে ঠেলে দিতে দেশের আইনেরও তোয়াক্কা করছে না ভারত