হোম > বিশ্ব > ভারত

ছেলেকে মারতে এসে মায়ের ধাওয়া খেয়ে পালাল ৩ আক্রমণকারী

ভারতের মহারাষ্ট্র রাজ্যে ছেলেকে মারতে এসেছিল তিন আক্রমণকারী। কিন্তু মায়ের সাহসিকতায় এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন সেই ছেলে। স্থানীয় সময় গতকাল রোববার মহারাষ্ট্রের কোলাপুরের জয়সিংহপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ঘটনাস্থলে থাকা একটি সিসিটিভিতে পুরো বিষয়টি ধরা পড়েছে। ভিডিও থেকে দেখা যায়, মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিতে প্রকাশ্য দিবালোকে তলোয়ার হাতে মারতে আসেন তিন ব্যক্তি। কিন্তু তাঁরা সফল হননি। আক্রান্ত ব্যক্তির বৃদ্ধা মায়ের তৎপরতার কাছে হার মেনে পালিয়ে যান ওই তিন ব্যক্তি। 

ভিডিও থেকে দেখা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলে বসা অবস্থায় তাঁর মায়ের সঙ্গে কথা বলছেন। তাঁর মা পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি স্কুটারে করে আসে তিন ব্যক্তি। তাঁদের একজন মোটরসাইকেলে বসা ব্যক্তির পিঠে তলোয়ার দিয়ে হামলা চালান। যদিও সেই আঘাত তাঁর গায়ে লাগেনি। অল্পের জন্য বেঁচে যান তিনি। 

এর পরপরই আক্রান্ত ব্যক্তির মা ঘটনাস্থল থেকে পাথর কুড়িয়ে আক্রমণকারীদের লক্ষ্য করে নিক্ষেপ করতে থাকেন। মোটরসাইকেল ছেড়ে দিয়ে সেই ব্যক্তিও মায়ের সঙ্গে যোগ দেন। পরে অবস্থা বেগতিক দেখে সেই তিন ব্যক্তি ঘটনাস্থল ছেড়ে পালান। 

পুলিশ জানিয়েছে, মূলত আক্রমণকারী তিন ব্যক্তির সঙ্গে আক্রান্ত ব্যক্তির বাগ্‌বিতণ্ডা হয়েছিল। সেই ঘটনার সূত্র ধরেই ওই ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার সময় আক্রান্ত ব্যক্তির বাবা শহরের বাইরে ছিলেন। তবে এই ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা হয়েছে কি না তা জানায়নি পুলিশ।

দিল্লিতে যে বসে আছে, তাকে বাংলাদেশে পৌঁছে দিন—মোদিকে ওয়াইসি

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ