হোম > বিশ্ব > ভারত

নিরাপত্তাবলয় ভেঙে মোদির জন্য মালা নিয়ে এল কিশোর

ভারতের কর্ণাটকে শোভাযাত্রা চলাকালে নিরাপত্তাবলয় ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে এক কিশোরকে মালা হাতে ছুটে আসতে দেখা গেছে। নিরাপত্তা বলয় ভেঙে ওই কিশোর ফুলের মালা হাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহন করা গাড়ির দিকে ছুটে আসে। 

এ সময় মোদির সঙ্গে থাকা নিরাপত্তাবাহিনীর সদস্যরা ওই কিশোরকে সরিয়ে দেয়। তবে নরেন্দ্র মোদি কিশোরের মালাটি গ্রহণ করেন এবং হাত নেড়ে রাস্তার পাশে থাকা মানুষদের অভিবাদন জানান। 

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। সংবাদমাধ্যমটি এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কর্ণাটকের হুবলিতে শোভাযাত্রা চলাকালে এক কিশোর হঠাৎ গাড়ির দিকে ছুটে আসে। প্রধানমন্ত্রীর স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ওই কিশোরকে সরিয়ে দেয়। প্রধানমন্ত্রী মালাটি গ্রহণ করে গাড়িতে থাকা নিরাপত্তায় নিয়োজিত সদস্যের হাতে দিয়ে দেন। 

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ওই কিশোরের বয়স ১১। কীভাবে সে নিরাপত্তাবলয় ভেঙে প্রধানমন্ত্রীর গাড়ির এত কাছাকাছি চলে এল সেটি জানা যায়নি। 

প্রধানমন্ত্রী মোদির জন্য পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বাইরের স্তরের নিরাপত্তার দায়িত্বে থাকে রাজ্য পুলিশ। 

এর আগে গত বছর পাঞ্জাব সফরকালে নরেন্দ্র মোদির নিরাপত্তাবলয় ভাঙার ঘটনা ঘটেছিল। সে সময় ভারতের উচ্চ আদালত পাঞ্জাব পুলিশের ত্রুটির কথা জানিয়েছিল।

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ