হোম > বিশ্ব > ভারত

এক মাসে দুবার সর্বোচ্চ তাপমাত্রা দেখল মুম্বাই

চলতি মাসে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভারতের মুম্বাই শহরে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, গতকাল রোববার শহরটিতে সর্বোচ্চ ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রকৃতিতে বাতাসের অনুপস্থিতি বা বিলম্বিত বাতাসের কারণে তাপমাত্রা বেড়েছে বলে গত পরশু জানিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে আবহাওয়া বিভাগ গতকাল ও আজ সোমবারের জন্য ‘তাপপ্রবাহের সতর্কতা’ জারি করেছিল।

গতকাল সান্তাক্রুজ মানমন্দির এবং কোলাবা মানমন্দিরে যথাক্রমে ৩৯ দশমিক ৪ ডিগ্রি ও ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ। 

আবহাওয়া বিভাগের বিজ্ঞানী রাজেন্দ্র জেনামানি বলেছেন, ‘এ মাসে দ্বিতীয়বারের মতো মুম্বাই শহরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ৬ মার্চ সান্তাক্রুজে সর্বোচ্চ ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এরপর গতকাল ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা।’

রাজেন্দ্র জেনামানি আরও জানিয়েছেন, সাধারণত বেলা সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে সামুদ্রিক বাতাসের কারণে মুম্বাইয়ের কঙ্কণ অঞ্চলে নিম্ন তাপমাত্রা দেখা যায়। তবে গত ৭ থেকে ১০ দিন ধরে সামুদ্রিক হাওয়া অনুপস্থিত বা বিলম্বিত হওয়ার কারণে তাপমাত্রা বেড়েছে। একই কারণে রাজস্থান ও গুজরাটের তাপমাত্রাও সর্বোচ্চে হওয়ার কথা ছিল, কিন্তু ঝড় ও মেঘের কারণে ওই এলাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণে রয়েছে।

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

মুম্বাইয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা শনাক্তে এআই টুল আনছে মহারাষ্ট্র সরকার

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

মহারাষ্ট্রের স্বার্থে ট্রাম্পকে সমর্থন করতেও প্রস্তুত: রাজ ঠাকরে

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

বঙ্গোপসাগরে চীনের ওপর নজরদারি বাড়াতে পশ্চিমবঙ্গে ভারতের নতুন নৌঘাঁটি

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

৫ বছর পর ফের ভারতের সরকারি কাজে চীনা ঠিকাদাররা, বাড়ছে সম্পর্কের উষ্ণতা

‘শিবাজি: হিন্দু কিং ইন ইসলামিক ইন্ডিয়া’ বইয়ের জন্য ক্ষমা চাইল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস

‘চাইলে বাংলাদেশে ভেনেজুয়েলায় ট্রাম্পের আচরণ অনুসরণ করুন, কিন্তু খেলোয়াড় কেন বলির পাঁঠা’