ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসের ঘটনায় অন্তত দুজন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৩০ জন। আজ বুধবার দুপুরে হিমাচল প্রদেশের কিন্নর জেলায় ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।
সংবাদ সংস্থা পিটিআই’য়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পাহাড় থেকে পাথর ভেঙে কিন্নরের রেকং পিও-সিমলা হাইওয়েতে চলাচল করা যানবাহনের ওপর পড়ে। যানবাহনে চাপা পড়ে হতাহতের ঘটনাটি ঘটে। একটি বাস ৪০ জন যাত্রী নিয়ে পাহাড় থেকে ভেঙে পড়া পাথরের নিচে চাপা পড়ে। ধ্বংসস্তূপ থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়।। এখনো ২৫-৩০ জন আটকা আছেন। তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই ক্ষীণ। বাসের চালকে জীবিত উদ্ধার করা হয়েছে।
হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সাংবাদিকদের বলেন, ‘আমি পুলিশ ও স্থানীয় প্রশাসনকে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছি। এনডিআরএফও আছে। আমরা জানতে পেরেছি একটি বাস ও একটি গাড়ি আটকে আছে। বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করছি।’
এক টুইট বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সব ধরনের সহযোগিতা আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।
উল্লেখ্য, গত জুলাইয়ে কিন্নরের বাস্তেরিতে ভূমিধসের ঘটনায় নয় পর্যটকের মৃত্যু হয়েছিল।