হোম > বিশ্ব > ইউরোপ

জেলেনস্কি শান্তি প্রস্তাব দিলেও আলোচনায় বিশ্বাস করে না কিয়েভ: রাশিয়া

রাশিয়া জানিয়েছে, মস্কো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শান্তি পরিকল্পনা প্রস্তাব বিবেচনা করেছে। তবে মস্কো বিশ্বাস করে, কিয়েভের শান্তি আলোচনার সদিচ্ছা নেই। স্থানীয় সময় আজ মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বিষয়টি জানিয়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নিয়মিত এক সংবাদ সম্মেলনে পেশকভ বলেন, ‘আমরা প্রস্তাবটি দেখেছি। আমরা এখানে মূল যে বিষয়টি উল্লেখ করতে চাই যে—ইউক্রেনীয় পক্ষের কার্যত এবং বিধিসম্মত উভয় অবস্থানই ইঙ্গিত দেয় যে, ইউক্রেন আলোচনা করতে পারে না এবং আলোচনা চায়ও না।’ 

এ সময় তিনি আরও জানান, রাশিয়া যেসব লক্ষ্য অর্জনের লক্ষ্যে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’—চালিয়েছে সেসব লক্ষ্য অর্জন করে ছাড়বে।

এর আগে, আজ স্থানীয় সময় মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে চলমান বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর সম্মেলনে ইউক্রেন ইস্যুতে ১০ দফা শান্তি প্রস্তাব উত্থাপন করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি প্রস্তাবিত ১০ দফা শান্তি প্রস্তাবের মধ্যে রয়েছে—বিকিরণ এবং পারমাণবিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা, বন্দী ও নির্বাসিতদের মুক্তি, জাতিসংঘ সনদের বাস্তবায়ন, ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার এবং শত্রুতা বন্ধ, যুদ্ধাপরাধের বিচার, পরিবেশ ধ্বংস বন্ধ করা ও পরিবেশ সুরক্ষা, উসকানি বন্ধ করা এবং যুদ্ধের সমাপ্তি নিশ্চিত করা। 

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান

আফ্রিকা কেন তুরস্কের কৌশলগত অগ্রাধিকার? বাড়ছে গোয়েন্দা পদচারণা

কী আছে গ্রিনল্যান্ডের ভূগর্ভে, যার কারণে ট্রাম্প এত মরিয়া

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ, আটলান্টিকে তেলের ট্যাংকার পাহারা দেবে রাশিয়ার যুদ্ধজাহাজ

প্রেসিডেন্ট মাখোঁর স্ত্রীকে সাইবার বুলিংয়ের দায়ে ১০ জন দোষী সাব্যস্ত

গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের হামলা মানে ন্যাটোর মৃত্যু, হুঁশিয়ারি ডেনমার্কের

বিশ্বজুড়ে ভাইরাল ইংল্যান্ডের এক মসজিদ, কারণটা চমৎকার