ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে যুক্তরাজ্যগামী ২৭ জনের মৃত্যুর ঘটনার পর ফ্রান্সের সঙ্গে দেশটির দ্বন্দ্ব নতুন করে মাথাচাড়া দিয়েছে। চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছেন এমন অভিবাসন প্রত্যাশীদের ফিরিয়ে নিতে সম্প্রতি ফ্রান্সকে একটি খোলা চিঠি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক মাধ্যমে প্রকাশ করা ওই চিঠির পর শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের সঙ্গে বৈঠক বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।
চিঠি পেয়ে ফ্রান্স হতাশ হয়েছে জানিয়ে ডারমানিন বলেন, ‘সবার সামনে এটি উন্মুক্ত করায় ব্যাপারটা আরও খারাপ হলো।’ বুধবারের হতাহতের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য ৫টি পদক্ষেপ নিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে চিঠিতে আহ্বান জানান বরিস জনসন।