ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) কার্যক্রম সীমিত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। আজ স্থানীয় সময় শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ বলেছে, রুশ যোগাযোগ কর্তৃপক্ষের নির্দেশে বিবিসির রাশিয়ান পরিষেবাসমূহ সীমিত করা রয়েছে।
আরআইএর বরাত দিয়ে বিবিসি বলেছে, আরও দুটি গণমাধ্যমকে নিষিদ্ধ করেছে রাশিয়া। নিষিদ্ধ হওয়া গণমাধ্যমগুলো হলো মেডুজা ও রেডিও লিবার্টি।
ইউরো নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, মেডুজা হচ্ছে লাটভিয়াভিত্তিক সংবাদ সরবরাহকারী অনলাইন সংবাদমাধ্যম। এটি রুশ ও ইংরেজি ভাষায় সংবাদ পরিবেশন করে। অন্যদিকে রেডিও লিবার্টি যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়নে পরিচালিত একটি সংস্থা। এটি পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোর সংবাদ সম্প্রচার করার পাশাপাশি তথ্য সংগ্রাহ ও বিশ্লেষণ করে থাকে।