হোম > বিশ্ব > ইউরোপ

গ্রিসে চাকরি হারিয়ে কোম্পানির ৩ জনকে হত্যা করে কর্মীর আত্মহত্যা

গ্রিসের রাজধানী অ্যাথেন্সের গ্লাইফাদায় একটি জাহাজ কোম্পানিতে ঢুকে কর্মীদের জিম্মি করে তিনজনকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। পরে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেন। পুলিশ বলছে, অস্ত্রধারী ব্যক্তিকে কদিন আগেই ওই কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

গ্রিক সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানায়, অস্ত্রধারী ব্যক্তি ভবনে ঢুকে দুজন পুরুষ ও একজন নারী কর্মীকে গুলি করে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যা করেন। 

পুলিশ জানায়, অস্ত্রধারী ব্যক্তি মিশরের নাগরিক, তাঁর বয়স ৭০ বছর। নিহতদের মধ্যে কোম্পানির (ইউরোপিয়ান প্রোডাক্ট ক্যারিয়ারস) মালিকও রয়েছেন বলে জানায় পুলিশ। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মরদেহের পাশেই একটি রাইফেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এই অস্ত্রই হত্যায় ব্যবহার করা হয়েছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই জাহাজ কোম্পানির এক কর্মী সাংবাদিকদের বলেন, ‘আমি প্রথম দুটি গুলির শব্দ শুনে সিঁড়ির দিকে এগিয়ে যাই, কী হচ্ছে দেখার জন্য। আমি দেখি দুজন নিচে নামছে আর বলছে, আরিস বন্দুক নিয়ে এসেছে, গুলি করছে। আমি গ্যারেজের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসি।’ 

উল্লেখ্য, গ্রিসে এ ধরনের ঘটনা খুবই বিরল। কেননা, দেশটির অস্ত্র আইন খুবই কঠোর।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট