হোম > বিশ্ব > ইউরোপ

অর্ধেকের বেশি ইউরোপীয় গাঁজার বৈধতা চান

অর্ধেকের বেশি ইউরোপীয় নাগরিক গাঁজার বৈধতা চান। এ ছাড়া ৩০ শতাংশ ইউরোপীয় গাঁজা কিনতে আগ্রহী। যুক্তরাজ্যভিত্তিক কনসালটেনসি প্রতিষ্ঠান হ্যানওয়ে অ্যান্ড পট প্রোডিউসার কিউরালিফ ইন্টারন্যাশনালের এক জরিপে এমন তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জরিপে উঠে এসেছে, বেশির ভাগ ইউরোপীয় নিয়ন্ত্রিত গাঁজার দোকান সমর্থন করলেও বাড়িতে গাছটি উৎপাদনের পক্ষে নন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে দেখা গেছে, করোনায় লকডাউনের সময় গাঁজার ব্যবহার বেড়েছে। তাই এ ক্ষেত্রে ইউরোপের উদারপন্থা আর্থিক এবং অর্থনৈতিক দিক দিয়ে সুবিধা পেতে পারে।

কিউরালিফ ইন্টারন্যাশনালের নির্বাহী বরিস জর্ডান বলেছেন, ‘আমরা ইউরোপীয় গাঁজার বাজারকে তিন থেকে চার বছর পিছিয়ে দেখছি। তবে বাস্তবে মনে হচ্ছে, ইউরোপ যুক্তরাষ্ট্রের আগে ব্যাপক সংস্কার শুরু করতে পারে।’ 

এরই মধ্যে জার্মানিসহ ইউরোপের অনেক দেশ চিকিৎসার জন্য গাঁজার সীমিত ব্যবহার বৈধ করেছে। তবে অন্যরা এর সাধারণ ব্যবহারকে অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। মাল্টা হলো ইউরোপের প্রথম দেশ, যারা গাঁজা উৎপাদন এবং এর ব্যক্তিগত ব্যবহার বৈধ করেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের ভেতরে সবচেয়ে বড় গাঁজার বাজার জার্মানি। ২০২৫ সাল নাগাদ ইউরোপের গাঁজার বাজার ৩ বিলিয়ন ইউরো অতিক্রম করবে, যা গত বছর ছিল ৪০০ মিলিয়ন ইউরো।

কিউরালিফের প্রধান নির্বাহী কর্মকর্তা জো বেয়ার্ন বলেছেন, গাঁজার বিনোদনমূলক ব্যবহার বৈধ করার জন্য জার্মানিতে স্পষ্ট রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। পরে জার্মানি ইউরোপের বাকি অংশে গাঁজার বাজার প্রসারে ব্যাপক প্রভাব রাখবে।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার