হোম > বিশ্ব > ইউরোপ

কিয়েভ ঘিরে ফেলতে চায় রাশিয়ার সেনাবাহিনী: যুক্তরাজ্য

রাশিয়ার সেনাবাহিনী সম্ভবত আগামী দিনগুলোতে ইউক্রেনের রাজধানী কিয়েভকে ঘিরে ফেলার কৌশল নিয়েছে। যুক্তরাজ্যর গোয়েন্দা দপ্তরের সর্বশেষ তথ্যের ভিত্তিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ার সেনাবাহিনী সম্ভবত আগামী সপ্তাহগুলোতে কিয়েভ ঘেরাওয়ের প্রচেষ্টাকে অগ্রাধিকার দেবে।’ 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘রুশ সেনাবাহিনীর অগ্রগতির ধারাবাহিকতার অভাব সত্ত্বেও কিয়েভ তাঁদের মূল লক্ষ্য হিসেবেই রয়ে গেছে। কিয়েভের উত্তর দিকে প্রচণ্ড লড়াই চলছে।’ 

তবে রাশিয়ার সেনাবাহিনী কিয়েভের উত্তর-পূর্ব দিকে প্রবল প্রতিরোধের সম্মুখীন হয়েছে বলে উল্লেখ করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘রাজধানীর দিকে অগ্রসর হওয়া রাশিয়ান বাহিনী থমকে গেছে। হোস্টোমেল শহর থেকে উত্তর-পশ্চিম দিকে হয়ে কিয়েভের দিকে অগ্রসর হওয়া রুশ বাহিনীকে ‘ইউক্রেনের যোদ্ধাদের তীব্র প্রতিরোধ’-এর মুখোমুখি হতে হয়েছে।’ 

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, কিয়েভমুখী রাশিয়ার রাশিয়ান বাহিনী বড় অংশই এখনো রাজধানীর কেন্দ্র থেকে ২৫ কিলোমিটার দূরে রয়েছে। 

এ দিকে, ইউক্রেনের রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণে বিধ্বস্ত হয়েছে গেছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। স্থানীয়রা বলছেন, শহরের কেন্দ্রস্থল বসবাস অনুপযোগী হয়ে পড়েছে। এ দিকে, দেশটির সুমি অঞ্চলের শহর নভোসেলিৎসায় রুশ বাহিনীর আক্রমণে একটি অ্যামোনিয়া প্ল্যান্টে ফুটো হওয়ার খবর পাওয়া গেছে। ফলে বাসিন্দাদের শহর ত্যাগ করতে বলেছে স্থানীয় কর্মকর্তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

মানুষের জন্য ক্ষতিকর অ্যামোনিয়া অত্যন্ত ক্ষয়কারী, বিষাক্ত ও বিপজ্জনক গ্যাস। মানব শরীরের স্পর্শে আসলে শ্বাস নেওয়া হলে এই তা মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। স্থানীয় কর্মকর্তারা বাসিন্দাদের ক্ষয়ক্ষতি এড়াতে ভবনের বেসমেন্টে আশ্রয় নিতে বলেছেন। এবং বাতাসে অ্যামোনিয়ার উপস্থিতি শনাক্ত হলে সাইট্রিক অ্যাসিডে ভিজানো গজ ব্যান্ডেজ মুখের সামনে ধরে শ্বাস নিতে বলা হয়েছে। সুমিতে প্রায় আড়াই লাখ বাসিন্দা এই ফুটো হওয়ার ফলে ঝুঁকির মুখে পড়েছে। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার