শান্তিতে নোবেল জয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ বলেছেন, ‘হামলার ঘটনায় আমি লজ্জিত এবং শোকাহত।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
দিমিত্রি মুরাতভ রুশ নোভায়া গেজেতা পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। চলতি বছর মতপ্রকাশের স্বাধীনতা, যা গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত, তার পক্ষে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে দিমিত্রি মুরাতভকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
উল্লেক্য, ইউক্রেনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে যুদ্ধ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া।
এরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাঁদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করেছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছে।