হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের নিরাপত্তায় নেতৃত্ব দেবে যুক্তরাজ্য: স্টারমার

আজকের পত্রিকা ডেস্ক­

লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলেন কিয়ের স্টারমার। ছবি: বিবিসি

ইউক্রেনের নিরাপত্তায় যুক্তরাজ্য নেতৃত্ব দেবে বলে বক্তব্য রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। আজ বৃহস্পতিবার রাতে বিবিসি জানিয়েছে, লিভারপুলের একটি প্রতিরক্ষা কারখানায় শ্রমিক ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি ওই বক্তব্য দেন।

স্টারমার বলেন, ‘আমাদের দেশ, ইউরোপ এবং ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু।’

সাংবাদিকেরা এ সময় ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘সবচেয়ে জরুরি বিষয় হলো একটি স্থায়ী শান্তি, যা যুদ্ধের অবসান ঘটাবে এবং ইউক্রেনকে নিজেদের ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেবে।’

ইউক্রেন ইস্যুতে কোনো চুক্তি হলে ‘আমরা সেই চুক্তির সুরক্ষা দেব’ বলেও উল্লেখ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

স্টারমার জানান, সম্ভাব্য নিরাপত্তা নিশ্চয়তা কী হতে পারে সেই বিষয়ে যুক্তরাজ্যের সরকারকে মনোযোগ দিতে হবে। এই নিরাপত্তা সুরক্ষার বিষয়ে তিনি বলেন, ‘যুক্তরাজ্য এতে নেতৃত্ব দেবে।’

তবে তিনি মত দিয়েছেন, এই সবকিছু অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিতভাবে করতে হবে। কারণ প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে উভয় দেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন