হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়াকে ধ্বংস করতে চাইলে ইউক্রেনে কখনোই শান্তি ফিরবে না: মাখোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেন যুদ্ধের উদ্দেশ্য যদি হয় ‘রাশিয়াকে ধ্বংস করা’, তাহলে ইউক্রেনে কখনোই শান্তি ফিরবে না। এবং এই অঞ্চলের শান্তি প্রক্রিয়া ব্যাহত হবে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইমানুয়েল মাখোঁ বলেন, ‘অনেকই বলে থাকেন এই যুদ্ধের লক্ষ্য হলো রাশিয়াকে ধ্বংস করা। তবে আমি আপনাদের বলতে চাই, আপনারা ভুল। যদি আপনারা রাশিয়াকে ধ্বংস করার উদ্দেশ্য রাখেন, তবে এখানে শান্তির জন্য কোনো ধরনের আলোচনাই শুরু হবে না।’ এ সময় মাখোঁ আরও বলেন, রাশিয়াকে ধ্বংস করা জেলেনস্কিরও উদ্দেশ্য নয়।

মাখোঁ বলেন, প্রেসিডেন্ট জেলনস্কি তাঁর দেশ রক্ষায় লড়ছেন এবং আমরা তাঁকে এ কাজে সহায়তা করতে চাই। এ বিষয়ে যাঁরা কথা বলেন এবং কোনো নেতার বক্তব্য অবশ্যই ইউক্রেনের আকাঙ্ক্ষার বাইরে যাওয়া উচিত নয়। এ ক্ষেত্রে ফ্রান্সের দায়িত্ব হলো এ ধরনের প্রশ্ন উত্থাপন রোধ করা। কারণ আমরা অনেক সময় যুদ্ধে জিতলেও শান্তি হারিয়ে ফেলি।’

এ সময় ইমানুয়েল মাখোঁ ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেন। এ সময় তিনি উল্লেখ করেন, তাঁর আগের মন্তব্য ‘রাশিয়াকে খাটো করার’ উদ্দেশ্য ছিল না। তিনি আরও বলেন, ‘এখানে ফ্রান্সের ভূমিকা হলো রাশিয়ার সঙ্গে আলোচনার একটি সম্ভাব্য যোগসূত্র স্থাপন করা। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাশিয়া কিংবা ইউক্রেন কোনো পক্ষের তরফ থেকে আলোচনায় সংযুক্ত হওয়ার সম্ভাবনা নেই।’ 

রুশ তেলবাহী জাহাজ আটক করল ফ্রান্স, নাবিকেরা সবাই ভারতীয়

যুদ্ধ থামাতেই হবে—জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর পুতিনকে ট্রাম্পের ‘বার্তা’

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠিত হলো—বোর্ড অব পিস সনদে স্বাক্ষরের পর ট্রাম্প

দাভোসে শান্তি পরিষদ সনদ স্বাক্ষর আজ, আমৃত্যু চেয়ারম্যান হতে পারেন ট্রাম্প

রাশিয়ার অনুরোধে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠক আজ

‘এটি তাদের বিষয়’—ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের চেষ্টায় নীরব কেন পুতিন

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করল ইইউ

চুক্তি না করলে পুতিন ও জেলেনস্কি ‘স্টুপিড’: ট্রাম্প

স্পেনে ট্রেন দুর্ঘটনার পর চালকদের ধর্মঘটের ডাক

এবার ট্রাম্পকে ‘এফ বর্গীয়’ গালি দিলেন ড্যানিশ এমপি