হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ওরিয়লের তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ছবি: এএফপি

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ওরিয়লের একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার রাতে এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে, বার্তা সংস্থা এএফপি।

ওরিয়ল অঞ্চলের গভর্নর আন্দ্রেই ক্লিচকোভ টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোনগুলোকে গুলি করে নামিয়েছে এবং তেলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ইউক্রেনের চিফ অব স্টাফের মুখপাত্র জানান, কিয়েভের বাহিনী রাশিয়ান সীমান্তের ভেতরে অবস্থিত স্টালনয় কনে নামক একটি বৃহৎ তেল ডিপোতে হামলা চালিয়েছে। এটি রাশিয়ার অন্যতম বড় তেলের ডিপো। তিনি আরও জানান, এই তেলের ডিপোটি রাশিয়ার একটি সামরিক শিল্প এলাকার পাশে অবস্থিত। যেখান থেকে রুশ সেনাবাহিনীর জন্য নানা ধরনের যন্ত্রাংশ সরবরাহ করা হয়।

রাশিয়ান কিছু মিডিয়া ইউক্রেনের এই হামলার ছবি প্রকাশ করেছে। যাতে দেখা যায়, কালো ধোঁয়ায় ওরিয়লের রাতের আকাশ ভরে গেছে।

ওরিয়লের গভর্নর আন্দ্রেই ক্লিচকোভ বলেন, ‘এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

উল্লেখ্য, রাশিয়ান হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রায়শই রুশ সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। সম্প্রতি, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার রাতে চালানো এসব হামলায় দেশটির অধিকাংশ জ্বালানি অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে যায়। যার ফলে দেশজুড়ে অসংখ্য মানুষ বিদ্যুৎহীন অবস্থায় পড়ে। ধারণা করা হচ্ছে, এই হামলার প্রতিক্রিয়াতেই রাশিয়ার তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস