হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার তেলের ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ওরিয়লের তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ছবি: এএফপি

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ওরিয়লের একটি তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবার রাতে এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে, বার্তা সংস্থা এএফপি।

ওরিয়ল অঞ্চলের গভর্নর আন্দ্রেই ক্লিচকোভ টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোনগুলোকে গুলি করে নামিয়েছে এবং তেলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ইউক্রেনের চিফ অব স্টাফের মুখপাত্র জানান, কিয়েভের বাহিনী রাশিয়ান সীমান্তের ভেতরে অবস্থিত স্টালনয় কনে নামক একটি বৃহৎ তেল ডিপোতে হামলা চালিয়েছে। এটি রাশিয়ার অন্যতম বড় তেলের ডিপো। তিনি আরও জানান, এই তেলের ডিপোটি রাশিয়ার একটি সামরিক শিল্প এলাকার পাশে অবস্থিত। যেখান থেকে রুশ সেনাবাহিনীর জন্য নানা ধরনের যন্ত্রাংশ সরবরাহ করা হয়।

রাশিয়ান কিছু মিডিয়া ইউক্রেনের এই হামলার ছবি প্রকাশ করেছে। যাতে দেখা যায়, কালো ধোঁয়ায় ওরিয়লের রাতের আকাশ ভরে গেছে।

ওরিয়লের গভর্নর আন্দ্রেই ক্লিচকোভ বলেন, ‘এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’

উল্লেখ্য, রাশিয়ান হামলার প্রতিক্রিয়ায় ইউক্রেন প্রায়শই রুশ সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালায়। সম্প্রতি, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার রাতে চালানো এসব হামলায় দেশটির অধিকাংশ জ্বালানি অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে যায়। যার ফলে দেশজুড়ে অসংখ্য মানুষ বিদ্যুৎহীন অবস্থায় পড়ে। ধারণা করা হচ্ছে, এই হামলার প্রতিক্রিয়াতেই রাশিয়ার তেলের ডিপোতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট