হোম > বিশ্ব > ইউরোপ

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে ফিরিয়ে দিতে ব্রিটিশ আদালতের আদেশ 

জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের বিষয়ে আদেশ দিয়েছে যুক্তরাজ্যের আদালত। এই আদেশের মধ্য দিয়ে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের মাত্র একটি ধাপ বাকি রইল। বুধবার লন্ডনের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে। 

এদিন রায় ঘোষণার আগে আদালতের বাইরে অ্যাসাঞ্জের সমর্থকেরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালেই আদালত আনুষ্ঠানিকভাবে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের বিষয়ে আদেশ জারি করে। প্রায় ১০ বছর আগে যুক্তরাষ্ট্রের গোপনীয় নথি প্রকাশে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয় অ্যাসাঞ্জের বিরুদ্ধে। 

তবে, আদালতের আদেশটি এখন বিবেচনার জন্য যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের কাছে যাবে। প্রীতিই সিদ্ধান্ত নেবেন অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে কিনা। 

যদিও ব্রিটিশ আদালতের এই আদেশের ফলে অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের বিষয়টি অনেকটাই এগিয়ে গেল তবে, এই আদেশ মোকাবিলার আইনি বিকল্প এখনো রয়ে গেছে। আদালতের আদেশ রিভিউয়ের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাতে পারবেন। এ জন্য আরও চার সপ্তাহ সময় রয়েছে অ্যাসাঞ্জের আইনজীবীদের হাতে। এবং প্রীতি প্যাটেল আবেদন মঞ্জুর করলে অ্যাসাঞ্জ বিচার বিভাগে আদালতের রায়কে চ্যালেঞ্জ করতে পারবেন। 

জুলিয়ান অ্যাসাঞ্জ বেলমার্শ কারাগার থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতের সর্বশেষ কার্যক্রম দেখেছেন। উল্লেখ্য, অ্যাসাঞ্জ ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে বন্দী। এর আগে, অ্যাসাঞ্জ ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হওয়ায় সুইডিশ আদালতের মুখোমুখি হওয়া এড়াতে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের ভেতরে দীর্ঘ সাত বছর কাটিয়েছিলেন। 

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’