হোম > বিশ্ব > ইউরোপ

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন, বৈঠকে জেলেনস্কিকে চেপে ধরেছেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

ওভাল অফিসের বৈঠকে ট্রাম্প ও জেলেনস্কি। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আপনি জুয়া খেলছেন।’ এ ছাড়াও তিনি জেলেনস্কিকে ‘কৃতজ্ঞতা’ স্বীকার না করার জন্য তিরস্কার করেছেন। ওভাল অফিসে ট্রাম্প, জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের মধ্যে এমনই এক উত্তপ্ত আলোচনা চলছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জেলেনস্কির বিরুদ্ধে ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগ আনেন।

বৈঠকের একপর্যায়ে জেলেনস্কি বলেন, ২০১৪ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ‘অনেক আলোচনা’ হয়েছে। তিনি ২০১৯ সালের যুদ্ধবিরতি চুক্তির কথা উল্লেখ করে বলেন, তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল চুক্তি বজায় থাকবে। কিন্তু পুতিন সেই চুক্তি ভেঙে, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করেন।

এসব বলে জেলেনস্কি সরাসরি জেডি ভান্সকে প্রশ্ন করেন, ‘এটি কি ধরনের কূটনীতি? আপনারা কি এই কূটনীতির কথা বলছেন?’

মূলত জেলেনস্কির এই কথার প্রেক্ষিতেই ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জেলেনস্কির বিরুদ্ধে ‘অসম্মানজনক’ আচরণের অভিযোগ আনেন। তিনি বলেন, ‘আমেরিকান মিডিয়ার সামনে এই বিষয়টি নিয়ে আলোচনা করা অসম্মানজনক।’

এদিকে ট্রাম্প জেলেনস্কিকে বলেন, ‘আপনি অকৃতজ্ঞ। এত কিছুর পর আমেরিকার প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ।’ তিনি জেলেনস্কিকে সতর্ক করে বলেন, ‘আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন।’

ট্রাম্প ২০১৯ সালের যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে বলেন, ‘আমি যদি রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে সমন্বয় না রাখতাম, তাহলে কোনো চুক্তিই হতো না।’ তিনি আরও বলেন, ‘আমি পুতিনের সঙ্গে সমন্বয়ে নেই, আমি কারও সঙ্গেই সমন্বয় করতে চাই না। আমি একমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে আছি।’

জেলেনস্কি ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে প্রশ্ন করেন, ‘আপনি কি ইউক্রেনে গিয়ে আমাদের সমস্যা দেখেছেন?’ ভান্স জবাব দেন—তিনি এ সম্পর্কে পত্রিকায় পড়েছেন এবং দেখেছেন। জেলেনস্কি মাথা নাড়েন এবং বলেন—এমন যুদ্ধের পরিণতি যুক্তরাষ্ট্রও একদিন অনুভব করবে।

এতে বিরক্ত হয়ে ট্রাম্প বলেন, ‘আমরা কী অনুভব করব তা আপনাকে বলতে হবে না। আপনি আমাদের অনুভূতি নির্ধারণের অবস্থানে নেই।’

ট্রাম্প-জেলেনস্কির বৈঠক এখনো চলছে। তবে যে উত্তপ্ত আলোচনা চলছে তাতে মনে হয় না এই বৈঠকের পর ভালোকিছু আসবে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট