নেদারল্যান্ডসের প্রসিদ্ধ অনুসন্ধানী সাংবাদিক পিটার আর ডি ভ্রিজকে (৬৪) গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাজধানী আমস্টারডামের রাস্তায় এ ঘটনা ঘটে। রাস্তায় গুলিবিদ্ধ এ সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সন্ধ্যায় জাতীয় সম্প্রচারক এনওএস একটি শোতে অংশ নেওয়ার পরে সড়কে তাঁর ওপর এ হামলা হয়। মাথায় একটি স্পষ্ট ক্ষত নিয়ে তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। লোকজন জড়ো হয়ে যাওয়ায় ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।
ঘটনার পরপরই আমস্টারডামের দক্ষিণাঞ্চল থেকে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তিনিই গুলি করেছেন কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ এখনো গাড় সবুজ ক্যামোফ্লেজ জ্যাকেট এবং একটি কালো টুপি পরা হালকা ফরসা, অল্প স্বাস্থ্যের একজনকে খুঁজছে। কেউ এমন কাউকে দেখলে কাছে না গিয়ে জরুরি পরিষেবার নম্বরে কল করতে বলা হয়েছে।
হামলার ঘটনায় অর্থমন্ত্রী ওয়াপকে হোইকস্ট্রা বলেন, 'পরিস্থিতি যাই হোক না কেন, এটি অকল্পনীয় এবং ভয়ংকর সংবাদ'। হেগে সন্ত্রাসবাদ বিরোধী কর্মকর্তা ও পুলিশের সঙ্গে বৈঠক শেষে একটি বিবৃতি দেবেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট।