হোম > বিশ্ব > ইউরোপ

নেদারল্যান্ডসের জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ভ্রিজ গুলিবিদ্ধ

নেদারল্যান্ডসের প্রসিদ্ধ অনুসন্ধানী সাংবাদিক পিটার আর ডি ভ্রিজকে (৬৪) গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির রাজধানী আমস্টারডামের রাস্তায় এ ঘটনা ঘটে। রাস্তায় গুলিবিদ্ধ এ সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সন্ধ্যায় জাতীয় সম্প্রচারক এনওএস একটি শোতে অংশ নেওয়ার পরে সড়কে তাঁর ওপর এ হামলা হয়। মাথায় একটি স্পষ্ট ক্ষত নিয়ে তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। লোকজন জড়ো হয়ে যাওয়ায় ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। 

ঘটনার পরপরই আমস্টারডামের দক্ষিণাঞ্চল থেকে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে তিনিই গুলি করেছেন কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে পুলিশ এখনো গাড় সবুজ ক্যামোফ্লেজ জ্যাকেট এবং একটি কালো টুপি পরা হালকা ফরসা, অল্প স্বাস্থ্যের একজনকে খুঁজছে। কেউ এমন কাউকে দেখলে কাছে না গিয়ে জরুরি পরিষেবার নম্বরে কল করতে বলা হয়েছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম দা পেনিনসুলার এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, পিটার আর ডি ভ্রিজ ডাচ আন্ডারওয়ার্ল্ডকে প্রকাশের জন্য একজন জনপ্রিয় ক্রাইম রিপোর্টার। ২০০৫ সালে আরুবায় কিশোর নাটালি হোলোয়ের নিখোঁজ হওয়া বিষয়ে অনুসন্ধানের জন্য ২০০৮ সালে ডি ভ্রিজ সাম্প্রতিক ঘটনা বিভাগে আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। ১৯৮৩ সালে বিয়ার ম্যাগনেট ফ্রেডি হেইনকেনসহ বেশ কয়েকটি আলোচিত অপহরণের অনুসন্ধান করেছেন। তিনি প্রায়ই নানা অপরাধের বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেন। 

হামলার ঘটনায় অর্থমন্ত্রী ওয়াপকে হোইকস্ট্রা বলেন, 'পরিস্থিতি যাই হোক না কেন, এটি অকল্পনীয় এবং ভয়ংকর সংবাদ'। হেগে সন্ত্রাসবাদ বিরোধী কর্মকর্তা ও পুলিশের সঙ্গে বৈঠক শেষে একটি বিবৃতি দেবেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। 

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো