হোম > বিশ্ব > ইউরোপ

এবার পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল অস্ট্রেলিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া। এ ছাড়া উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৩৫০ জনের বেশি রুশ ব্যক্তির ওপরেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সোমবার এক বিবৃতির মাধ্যমে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ, প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, প্রধানমন্ত্রী মিশুস্টিন, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ভ্লাদিমির কলোকল্টসেভ এবং নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের ওপর গত মধ্য রাত থেকে অস্ট্রেলিয়ার আর্থিক নিষেধাজ্ঞা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। 

বিবৃতিতে অস্ট্রেলিয়া জানিয়েছে, ইউক্রেনের জনগণের পাশে রয়েছে অস্ট্রেলিয়া। তারা ন্যাটো ও অন্যান্য মিত্রদের সঙ্গে ইউক্রেনে প্রাণঘাতী ও প্রাণঘাতী নয় এমন সামরিক সরঞ্জাম, চিকিৎসা সহায়তা এবং আর্থিক সহায়তা প্রদান করবে। বিপরীতে রাশিয়ার ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

এখন পর্যন্ত ৩৫০ জনেরও বেশি রুশ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। এ তালিকায় রয়েছেন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা, সংসদ সদস্য এবং সামরিক কমান্ডার যারা পুতিনের অবৈধ উচ্চাকাঙ্ক্ষাকে সহায়তা করছেন। 

এ ছাড়া বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর ক্রেনিনসহ ১৩ জন বেলারুশের ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিবৃতিতে বলা হয়েছে, এরা পুতিনের আগ্রাসনে সহায়তা করেছেন এবং উৎসাহিত করেছেন। 

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন