হোম > বিশ্ব > ইউরোপ

‘কার্ল মার্ক্স’ লেবার পার্টির কাউন্সিলর নির্বাচিত

স্টকপোর্টের আসনে লেবার পার্টির হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কার্ল মার্ক্স। লেবার পার্টির এই রাজনীতিবিদের পুরো নাম কার্ল পিটার মার্ক্স ওয়ার্ডলো। গত বৃহস্পতিবারের যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ব্রিনিংটন ও স্টকপোর্ট সেন্ট্রাল অঞ্চলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

ঊনবিংশ শতাব্দীর প্রখ্যাত জার্মান চিন্তাবিদ, দার্শনিক, সমাজবিজ্ঞানী ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কার্ল মার্ক্সের সঙ্গে নামের ব্যাপক মিল রয়েছে নির্বাচিত এই কাউন্সিলরের। ১ হাজার ৬৯ ভোট পেয়ে ভূমিধস বিজয় পেয়েছেন তিনি। মার্ক্স পেয়েছেন মোট ভোটের ৬১ শতাংশ।

সারা দেশে স্থানীয় নির্বাচনে সাফল্য পাওয়া কয়েক ডজন লেবার পার্টির প্রার্থীর মধ্যে একজন এই কার্ল মার্ক্স। তবে স্টকপোর্ট কাউন্সিলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ কারও হাতেই নেই। কারণ, সেখানে লিবারেল ডেমোক্র্যাটরা সবচেয়ে বেশি আসন পেয়েছেন।

নিজের সাবেক দল গ্রিন পার্টির চেয়ে বর্তমান দল লেবার পার্টির হয়েই বেশি সাফল্য পেয়েছেন কার্ল পিটার মার্ক্স ওয়ার্ডলো। গ্রিন পার্টির হয়ে ২০১৯ সালে কাউন্সিলর নির্বাচনে অংশ নিয়ে মাত্র ১৩ শতাংশ ভোট পেয়ে লেবার পার্টির তৎকালীন প্রার্থী কেরি ওয়াটার্সের কাছে পরাজিত হন মার্ক্স।

নির্বাচনী প্রচারণায় স্থানীয় এমপি নভেন্দু মিশ্র এবং বৃহত্তর ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের সঙ্গে কাউন্সিলর মার্ক্সকে ছবি তুলতে দেখা গেছে।

স্টকপোর্টে সামগ্রিকভাবে দুটি আসন হারিয়েছে লেবার পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাটরা দুটি আসন পেয়েছে। স্বতন্ত্র ও গ্রিন পার্টির কাউন্সিলরের সংখ্যায় কোনো পরিবর্তন হয়নি।

ইউনাইটেড ট্রেড ইউনিয়নের সদস্য কার্ল পিটার মার্ক্স ওয়ার্ডলোর জয়ের খবরটি এসেছে কনজারভেটিভ পার্টির জন্য হতাশার রাতে। দলটির পোলিং বিশেষজ্ঞ অধ্যাপক স্যার জন কার্টিস ৫০০ আসনে পরাজয়ের অনুমান করেছিলেন।

ব্ল্যাকপুল সাউথের সংসদীয় উপনির্বাচনেও জয়লাভ করেছে লেবার পার্টি। লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমারের ভাষায়, এই জয় ছিল ‘কাঁপিয়ে দেওয়ার মতো’।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার