হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়া-ইউক্রেন বৈঠকের মধ্যে জাতিসংঘের জরুরি অধিবেশন আজ

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মধ্যে আজ সোমবার বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদল। অন্যদিকে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে আজই জরুরি অধিবেশন ডেকেছে জাতিসংঘ। 

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, গত বৃহস্পতিবার ইউক্রেন রাশিয়ার আক্রমণ শুরুর পর দুই পক্ষের মধ্যে এটিই প্রথম বৈঠক হতে যাচ্ছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ফোনালাপের পর এ বৈঠকের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী ইভগিনি ইয়েনিন।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘের ডাকা সোমবারের জরুরি অধিবেশনে সংস্থার ১৯৩টি সদস্য দেশকে রুশ আক্রমণের বিষয়ে মতামত প্রকাশের সুযোগ দেওয়া হবে।

আজ সোমবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় এ অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশন চলবে দিনব্যাপী। এ ছাড়া ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়ে বিকেল ৫টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও একটি জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে। 

গতকাল রোববার রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। আলোচনার জন্য মস্কো থেকে একটি প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে পৌঁছে গেছে বলেও জানান তিনি। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন। তবে বেলারুশে আলোচনা অনুষ্ঠিত হলে, তিনি তাতে অংশ নেবেন না। 

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন