জার্মানিতে গত একদিনে ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
জার্মানির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনা মহামারি শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে দেশটিতে। সম্প্রতি জার্মানিতে করোনায় আক্রান্তদের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
জার্মানিতে এ পর্যন্ত ৪৮ লাখ ৭৫ হাজার ৫৫১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে করোনায় মারা গেছেন ৯৭ হাজার ৫৯৯ জন।