হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার কনসার্ট হলে হামলায় নিহত বেড়ে ১৩৭ 

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠের ক্রাসনোগরস্ক শহরে কনসার্ট হলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ জনে। এই ঘটনার তদন্তের জন্য গঠিত কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। রুশ সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

তদন্ত কমিটি বলেছে, ‘মৃতদের শনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত আছে। এখন পর্যন্ত ১৩৭ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩ জন শিশু। ঘটনাস্থলে জরিপ কার্যক্রম অব্যাহত আছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনা সংঘটনের স্থানে জরিপ চালানোর সময় মাইন রেখে যাওয়ার কোনো আলামত পাওয়া যায়নি। 

তদন্ত কমিটি জানিয়েছে, ঘটনাস্থল থেকে চারটি কমব্যাট গিয়ার বা যুদ্ধ পোশাক, পাঁচ শতাধিক কার্তুজ, ২৮টি ম্যাগাজিন ও হামলাকারীদের ফেলে যাওয়া দুটি কলাশনিকভ রাইফেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ব্রায়ানস্ক অঞ্চলে একটি রেনো গাড়িতে আটক এক সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে একটি ম্যাকারভ পিস্তল ও কলাশনিকভ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। তাঁরা আরও জানিয়েছে, সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তারে ব্যবস্থা নেওয়া হবে। 

এর আগে, গত ২২ মার্চ সন্ধ্যায় ওই কনসার্ট হলে হামলা চালায় বন্দুকধারীরা। একদিন পর ক্রাসনোগরস্ক শহরের ক্রোকাস সিটি হলে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইসলামিক স্টেট-খোরাসান বা আইএস-কে এই হামলার দায় স্বীকার করে। হামলার পরপরই যুক্তরাষ্ট্র দাবি করে যে, তারা রাশিয়াকে এই ব্যাপারে আগেভাগেই সতর্ক করেছিল। 

ইসলামিক স্টেট সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘আমাক’-এর টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় ওই ভিডিওটি। তবে কীভাবে তারা হামলা চালিয়েছে বা কারা এতে যুক্ত ছিল সে বিষয়ে কোনো তথ্য দেয়নি গোষ্ঠীটি। মাস খানেক আগে, ইরানেও প্রায় একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। সেই হামলারও দায় স্বীকার করেছিল আইএস। 

এদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা আগেই এ ধরনের হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিল রাশিয়া। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন জানিয়েছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মস্কোকে আগেভাগেই এ ধরনের হামলার বিষয়ে জানিয়েছিল। যুক্তরাষ্ট্র রাশিয়াকে জানিয়েছিল, মস্কোয় বড় ধরনের জনসমাগম বা কনসার্টের মতো সমাবেশে হামলার ঘটনা ঘটতে পারে।

বিষয়টিকে গুরুত্ব দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জনসাধারণের জন্য একটি সতর্কবার্তাও জারি করেছিল। অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, ‘দীর্ঘদিনের “সতর্ক করা কর্তব্য”-নীতির অংশ হিসেবে মার্কিন সরকার রুশ কর্তৃপক্ষকে এ সংক্রান্ত তথ্য শেয়ার করেছিল।’ 

চলতি মাসের শুরু দিকে, রাশিয়ায় মার্কিন দূতাবাস জানিয়েছিল—মস্কোতে কনসার্টসহ বড় জনসমাবেশে টার্গেট করে সম্ভাব্য চরমপন্থী হামলার বিষয়ে পরিকল্পনা সংক্রান্ত বেশ কিছু গোয়েন্দা প্রতিবেদন পর্যবেক্ষণ করেছে। সে সময় মার্কিন দূতাবাস রাশিয়ায় মার্কিন নাগরিকদের সতর্ক হয়ে চলাফেরা ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল। 

তবে গত মঙ্গলবার এক বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন সতর্কবার্তাকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়েছিলে বলেছিলেন, ‘এ ধরনের কাজ সরাসরি ব্ল্যাকমেল ও আমাদের সমাজকে ভয় দেখানো এবং অস্থিতিশীল করার অভিপ্রায়ের সঙ্গে সাদৃশ্যপূর্ণ।’

আরও পড়ুন:

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার