হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাষ্ট্রের পর এবার যুক্তরাজ্যও নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে রাশিয়ার ওপর

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রসচিব লিজ ট্রাস বলেছেন, পুতিনের পদক্ষেপগুলোকে ‘বিনা শাস্তিতে’ মেনে নেওয়া যায় না। রাশিয়াকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আজ মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। 

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাজ্য এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে। 

ব্রিটিশ পররাষ্ট্রসচিব লিজ ট্রাস বলেছেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর রাশিয়ার সর্বশেষ হামলার পর আমি ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ঊর্ধ্বতন প্রতিনিধি জোসেফ বোরেলের সঙ্গে কথা বলেছি। আমরা (যুক্তরাজ্য এ ইইউ) পুতিন শাসিত রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা দিতে সম্মত হয়েছি। একই সঙ্গে আমরা এ বিষয়েও একমত হয়েছি যে আমরা ইউক্রেনের পাশে থাকব।’ 

এদিকে এক টুইটার পোস্টে লিজ ট্রাস লিখেছেন, তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। তিনি দিমিত্রোকে বলেছেন, ‘আমরা ইউক্রেনের পাশে আছি। অন্যান্য মিত্র দেশের মতো যুক্তরাজ্যও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত আছে।’ 

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো এবং এ ঘোষণার পরই বিদ্রোহী অঞ্চল দুটিতে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এর পরই রাশিয়া সমর্থিত ওই দুই অঞ্চলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিছুক্ষণ আগে একই ধরনের ঘোষণা দিল যুক্তরাজ্য। 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার