হোম > বিশ্ব > ইউরোপ

ইইউয়ের ‘প্রার্থীর মর্যাদা’ ইউক্রেনকে যুদ্ধ জয়ের কাছাকাছি নিয়ে যাবে

ইউরোপীয় ইউনিয়ন যদি ইউক্রেনকে ‘প্রার্থীর মর্যাদা’ দেয় তবে দেশটি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জিতে যাবে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ইউরোপীয় কমিশনের পরামর্শ মোতাবেক ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ‘প্রার্থীর মর্যাদা’ দেয় তবে তাঁর দেশ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছে যাবে। 

এক টুইটে জেলেনস্কি বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নে প্রার্থিতা পদের ব্যাপারে ইউরোপীয় কমিশনের ইতিবাচক অবস্থানের প্রশংসা করি। এটি ইইউয়ের সদস্যপদ প্রাপ্তির প্রথম ধাপ যা নিশ্চিতভাবে আমাদের জয়ের আরও অনেক কাছাকাছি নিয়ে যাবে।’ 

জেলেনস্কি টুইটে আরও বলেন, ‘আমি এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য উরসুলা ভ্যান ডার লেয়ন এবং ইউরোপীয় কমিশনের প্রতিটি সদস্য দেশের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি, এই বিষয়ে আগামী সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের কাছ থেকেও ইতিবাচক সিদ্ধান্তই আসবে।’ 

এদিকে, একই বিষয়ে ইউক্রেনীয়দের হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ড্যানিশ শ্যামিহাল বলেছেন, তাঁরা এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ। এই টুইটে শ্যামিহাল লিখেন, ‘এই সিদ্ধান্তের জন্য উরসুলা ভ্যান ডার লেয়নের কাছে কৃতজ্ঞ। এটি ইউক্রেনকে ইউরোপের অভ্যন্তরীণ বাজারের সঙ্গে একীভূত হতে দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে এবং ইউক্রেনকে পুনর্গঠন করে আবারও ইউরোপের মানে নিয়ে যাবে।’ 

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি