হোম > বিশ্ব > ইউরোপ

ইইউয়ের ‘প্রার্থীর মর্যাদা’ ইউক্রেনকে যুদ্ধ জয়ের কাছাকাছি নিয়ে যাবে

ইউরোপীয় ইউনিয়ন যদি ইউক্রেনকে ‘প্রার্থীর মর্যাদা’ দেয় তবে দেশটি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জিতে যাবে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ইউরোপীয় কমিশনের পরামর্শ মোতাবেক ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ‘প্রার্থীর মর্যাদা’ দেয় তবে তাঁর দেশ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছে যাবে। 

এক টুইটে জেলেনস্কি বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নে প্রার্থিতা পদের ব্যাপারে ইউরোপীয় কমিশনের ইতিবাচক অবস্থানের প্রশংসা করি। এটি ইইউয়ের সদস্যপদ প্রাপ্তির প্রথম ধাপ যা নিশ্চিতভাবে আমাদের জয়ের আরও অনেক কাছাকাছি নিয়ে যাবে।’ 

জেলেনস্কি টুইটে আরও বলেন, ‘আমি এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য উরসুলা ভ্যান ডার লেয়ন এবং ইউরোপীয় কমিশনের প্রতিটি সদস্য দেশের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি, এই বিষয়ে আগামী সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের কাছ থেকেও ইতিবাচক সিদ্ধান্তই আসবে।’ 

এদিকে, একই বিষয়ে ইউক্রেনীয়দের হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ড্যানিশ শ্যামিহাল বলেছেন, তাঁরা এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ। এই টুইটে শ্যামিহাল লিখেন, ‘এই সিদ্ধান্তের জন্য উরসুলা ভ্যান ডার লেয়নের কাছে কৃতজ্ঞ। এটি ইউক্রেনকে ইউরোপের অভ্যন্তরীণ বাজারের সঙ্গে একীভূত হতে দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে এবং ইউক্রেনকে পুনর্গঠন করে আবারও ইউরোপের মানে নিয়ে যাবে।’ 

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন