স্নেক আইল্যান্ডে ইউক্রেনের সেনা ও রক্ষীদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার খবর এসেছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। একটি অডিওর ভিত্তিতে ঘটনার ভয়াবহতাও বর্ণনা করেছে অনেক সংবাদমাধ্যম।
তবে এখন জানা যাচ্ছে, সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাঁরা সবাই অক্ষত আছেন।
আজ সোমবার ইউক্রেনের নৌবাহিনী ফেসবুকে একটি বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা জেনে খুব খুশি হয়েছি যে, আমাদের ভাইয়েরা জীবিত এবং ভালো আছে।’
বিবৃতিতে আরও বলা হয়, নাবিকেরা রুশ আক্রমণকারীদের হামলা দুইবার প্রতিহত করেছে। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা দ্বীপটিকে রক্ষা করতে পারেননি।
রুশ বাহিনী স্নেক আইল্যান্ডের অবকাঠামো ধ্বংস করে দেওয়ার পর সেখানকার সেনা ও রক্ষীদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না বলে জানিয়েছে ইউক্রেন নৌবাহিনী।
গত শুক্রবার বিবিসিসহ বিশ্ব মিডিয়াতে ফলাও করে খবর প্রকাশ করা হয় কীভাবে রুশ সেনাদের কাছ থেকে স্নেক আইল্যান্ড রক্ষা করতে গিয়ে প্রাণ দেন ১৩ ইউক্রেনীয় সেনা। ইউক্রেন সেই বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে বিবৃতিও দেয়।