ইউক্রেনের রাজধানী কিয়েভের পূর্বাঞ্চলে গোলাগুলিতে ছয় বছর বয়সী এক ছেলেশিশু নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ওই শিশু নিহত হয়। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
কিয়েভ শহরের ওখমাদিত হাসপাতালের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এই সংঘর্ষে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে অন্তত ২৪০ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে জাতিসংঘ। আন্তরাষ্ট্রীয় সংস্থাটি জানিয়েছে, তাদের মধ্যে অন্তত ৬৪ জন নিহত হয়েছে।
জাতিসংঘ মনে করছে, হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে উল্লেখযোগ্য হারে বেশি হতে পারে। কারণ অনেক জায়গায় হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি।