হোম > বিশ্ব > ইউরোপ

ইতালির ফ্যাশন রাজধানী মিলানে ধূমপানের বিরুদ্ধে কঠোর নিয়ম জারি

ছবি: সিএনএন

ধূমপান ও ফ্যাশনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এমনকি এটি মাঝেমধ্যে ফ্যাশন রানওয়েতেও দেখা যায়। তবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইতালির ফ্যাশন ও অর্থনীতির কেন্দ্র মিলানে সব ধরনের জনসমাগমের স্থান, এমনকি রাস্তাতেও ধূমপান নিষিদ্ধ করা হয়েছে।

নতুন নিয়ম আরোপের ফলে কেউ প্রকাশ্যে ধূমপান করলে তাঁর ৪১ থেকে ২৪৯ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে।

এ বিষয়ে বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, নিষেধাজ্ঞায় জনসমাগমপূর্ণ স্থান বলতে রাস্তা, পার্ক এবং অন্যান্য জনসমাগমের স্থানকে নির্দেশ করা হয়েছে।

কেউ ধূমপান করতে চাইলে তাঁকে অবশ্যই নির্জন কোনো স্থানকে বেছে নিতে হবে। এ ক্ষেত্রে ধূমপানকারীর চারপাশে কমপক্ষে ১০ মিটারের মধ্যে অন্য কেউ থাকবে না—এমন স্থানে ধূমপানের অনুমতি দেওয়া হয়েছে। তবে ই-সিগারেট বা ভেপিং এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত নয়।

প্রধানত বায়ুদূষণ কমানো এবং জনস্বাস্থ্য রক্ষার বিষয়টিকে সামনে রেখেই নতুন নিয়মটি আরোপ করা হয়েছে। জানা গেছে, মিলান ও এর আশপাশে মোট দূষণের ৭ ভাগের জন্য দায়ী ধূমপান।

নতুন নিয়ম আরোপের বিষয়টি ২০২০ সালে পাস হওয়া একটি বায়ু পরিষ্কার বিলের অংশ। এর প্রথম ধাপে ২০২১ সালে খেলার মাঠ, বাসস্টপ এবং খেলাধুলার স্থানগুলোতে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। দ্বিতীয় ধাপে প্রকাশ্যে ধূমপান সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

তবে ব্যবসায়িক স্থাপনাগুলো এই আইন প্রয়োগে বাধ্য নয়। ধূমপানের নতুন নিয়ম ভাঙা ঠেকাতে পুলিশকেই দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে মিলানে ধূমপানের নতুন নিয়মের বিষয়ে পাবলিক বিজনেস ফেডারেশন ফিপ কনফমার্সিওয়ের সভাপতি লিনো স্টোপ্পানি সিএনএনকে বলেছেন, এই নিষেধাজ্ঞাটি প্রতীকী এবং বাস্তবায়ন কঠিন হবে।

স্টোপ্পানি উল্লেখ করেছেন, আইন প্রয়োগের ঘাটতির কারণে এটি সচেতনতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবেই থেকে যাবে।

নিষেধাজ্ঞাটি ২০২৬ সালের মিলান-কোরটিনা শীতকালীন অলিম্পিকের অংশগ্রহণকারীদের ওপর প্রভাব ফেলবে বলেও মনে করেন অনেকে।

ইতালির অন্য শহরগুলোর মধ্যে তুরিনে ঘরের বাইরে শিশু বা গর্ভবতী নারীদের সামনে ধূমপান নিষিদ্ধ। রোমে অনেক রেস্তোরাঁয় শুধু আউটডোর টেবিলে ধূমপানের অনুমতি রয়েছে।

সিএনএনের তথ্যমতে, ইতালিতে ২০০৫ সাল থেকেই সব ধরনের ইনডোর ও পাবলিক স্পেসে ধূমপান নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার অধীনে বিভিন্ন শহরে অতিরিক্ত নিয়মও জারি করা হয়েছে। তবে এর বাস্তবায়ন খুবই বিরল। ইতালির প্রধান বিমানবন্দরগুলোতে ধূমপানের জন্য আলাদা রুম রয়েছে।

এ অবস্থায় নতুন পদক্ষেপটি মিলানের বায়ুর গুণগত মান উন্নত করার এবং জনস্বাস্থ্যের সুরক্ষায় একটি বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত হলেও, এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস