হোম > বিশ্ব > ইউরোপ

বিয়ে করতে ৫০০ কিলোমিটার পাড়ি, গিয়ে দেখলেন প্রেমিকা বিবাহিত

আজকের পত্রিকা ডেস্ক­

ফরাসি মডেল সোফি ভুজেলো ও তার স্বামী ফাবিয়ান বুতামিন। ছবি: সংগৃহীত

বেলজিয়ান এক নাগরিক প্রায় ৫০০ মাইল পাড়ি দিয়ে হবু বউকে দেখতে গিয়ে জানতে পারলেন তার হবু বউ বিবাহিত! সম্প্রতি ফ্রান্সের সিরেক অঞ্চলে এ ঘটনা ঘটেছে। ফক্স নিউজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে বেলজিয়াম ওই যুবকের নাম মিশেল।

ফক্স নিউজের তথ্য অনুযায়ী, যে নারীর প্রেমে বুঁদ হয়ে ৪৭২ মাইল পাড়ি দিয়ে তার দোরগোড়ায় হাজির হয়েছিলেন মিশেল তিনি ফ্রান্সের একজন খ্যাতনামা মডেল ‘সোফি ভুজেলো’। ২০০৭ সালে মিস ফ্রান্স প্রতিযোগিতার প্রথম রানার আপ হন তিনি, জেতেন মিস লিমুজিন খেতাবও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সোফির সঙ্গে পরিচয় হয় মিশেলের। বন্ধুত্ব থেকে এক পর্যায়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। পরে, সোফির সঙ্গে দেখা করতে বেলজিয়াম থেকে ফ্রান্সের সিরেক অঞ্চলে সোফির বাসভবনে এসে হাজির হন মিশেল। আর তখনই বাধে বিপত্তি। দরজা যিনি খুলেছেন তিনি নিজেকে পরিচয় দিলেন সোফির স্বামী হিসেবে। ফাবিয়ান বুতামিন নামের ওই ব্যক্তি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। যাতে তিনি বলছেন, ‘আমি এটি রেকর্ড করছি। কারণ, এক ব্যক্তি বাড়িতে এসে বলছেন তিনি সোফির হবু স্বামী। কিন্তু আমি তাঁর বর্তমান স্বামী।’

পরে বেশ কিছুক্ষণ বিব্রতকর কথোপকথন হয় মিশেল ও ফাবিয়ানের মধ্যে। এক পর্যায়ে মিশেল বুঝতে পারে এত দিন তিনি যার সঙ্গে কথা বলেছেন তিনি আসলে সোফি নন। কেউ একজন সোফির নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে তাঁর সঙ্গে প্রতারণা করেছে। তার কাছ থেকে প্রায় ৩৫ হাজার ডলারও নিয়েছে ওই অ্যাকাউন্টের ব্যবহারকারী।

সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সোফি ভুজেলো এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এই ব্যক্তির জন্য আমি বেশ দুঃখবোধ করছি। ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে আপানারা একটু সাবধান হোন। সবাইকে সচেতন করতেই আমি এই ভিডিওটি শেয়ার করছি।’

এক বছরে ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি