হোম > বিশ্ব > ইউরোপ

ডাউনিং স্ট্রিটের পার্টিগুলোতে জনসনের ‘নেতৃত্বের ব্যর্থতা’ খুঁজে পেয়েছে পুলিশ

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জারিকৃত লকডাউনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে করা পার্টিগুলোর বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ‘নেতৃত্বের ব্যর্থতা’ খুঁজে পেয়েছে ব্রিটিশ পুলিশ। ব্রিটিশ সরকারের উচ্চপদস্থ আমলা সুই গ্রে এই বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

১০ নং ডাউনিং স্ট্রিটের পার্টিগুলোতে ‘নেতৃত্বের ব্যর্থতা’ ছিল উল্লেখ করে সুই গ্রে বলেছেন, ‘কিছু ঘটনা ঘটতে দেওয়া উচিত হয়নি’। 

সুই গ্রে নিশ্চিত করেছেন, ব্রিটিশ মেট্রোপলিটন পুলিশ লকডাউনে পৃথক ৮টি সময়ে গত বছরের মে মাসের ২০ তারিখে ১০ নং ডাউনিং স্ট্রিটে হওয়া পার্টিসহ মোট ১২টি পার্টির বিষয়ে তদন্ত করেছেন। এ ছাড়াও বরিস জনসনের ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসভবনে ২০২০ সালের ১৩ নভেম্বর অনুষ্ঠিত একটি পার্টির বিষয়েও তদন্ত করছে। 

মিস গ্রে,৩টি অজ্ঞাত পার্টিসহ মোট ১৬টি পৃথক পৃথক পার্টি নিয়ে তদন্ত করেছেন। 

এ বিষয়ে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি তদন্তের পূর্ণ প্রতিবেদন হাতে পেয়েছেন। এই ঘটনায় নিজ এবং বিরোধীদলীয় সাংসদদের তোপের মুখে পড়েছেন। এই বিষয়ে এখুনি কোনো প্রকার মন্তব্য করতে অস্বীকার করেছেন বরিস জনসন। 

অপরদিকে সুই গ্রেও বলেছেন, চলমান তদন্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করতে অপরাগ। 

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া