হোম > বিশ্ব > ইউরোপ

যুদ্ধের বছরে জেলেনস্কির আয় যেভাবে তিন গুণ বেড়েছে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বছরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আয়ের পরিমাণ তিন গুণের বেশি বেড়েছে। গত শুক্রবার তিনি ঘোষণা করেছেন, ২০২১ সালে তাঁর আয়ের পরিমাণ ছিল ৩৭ লাখ রিভনিয়া। আর পরের বছর ২০২২ সালে জেলেনস্কির আয় বেড়ে হয়েছে ১ কোটি ২৪ লাখ রিভনিয়া বা ৩ লাখ ৬ হাজার ডলার। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। জেলেনস্কি বলেছেন, সে বছর তিনি নিজস্ব সম্পত্তির বাড়তি ভাড়া আদায় এবং বেশ কিছু সরকারি বন্ড বিক্রি করে অতিরিক্ত আয় করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট বলেছে, জেলেনস্কি ও তাঁর পরিবারের বেশির ভাগ আয় তাঁর বেতন, ব্যাংক সুদ এবং তাঁর সম্পত্তি থেকে পাওয়া ভাড়া থেকে এসেছে। জেলেনস্কি ও তাঁর পরিবার সরকারি বন্ড বিক্রি থেকে সাড়ে ৭৪ লাখ ইউক্রেনীয় রিভনিয়া আয় করেছেন।

আরও বলা হয়েছে, প্রেসিডেন্টের সম্পত্তি বা তাঁর নিজস্ব যানবাহনে বড় ধরনের কোনো পরিবর্তন ঘটেনি।

জেলেনস্কির পরিবার গত বছরের বিবৃতিতে জানিয়েছিল, ২০২১ সালে ৩৭ লাখ রিভনিয়া আয় করেছিলেন জেলেনস্কি। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগে তাঁর পারিবারিক আয় ছিল ১ কোটি ৮ লাখ রিভনিয়া।

ইউরোপীয় ইউনিয়নে যোগদানের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। আর সে জন্য জেলেনস্কির সরকার নানা শর্ত পূরণ করার চেষ্টা করছে। সম্প্রতি জনগণের কাছে স্বচ্ছতা বৃদ্ধি ও দুর্নীতি হ্রাসের চেষ্টা হিসেবে সরকারি কর্মকর্তাদের প্রতি নিজেদের আয়ের হিসাব প্রকাশ করার আহ্বান জানান জেলেনস্কি। তারই অংশ হিসেবে নিজের ও পরিবারের আয়ের হিসাব দিয়েছেন তিনি।

অস্ত্র ও আর্থিক সহায়তা প্রদানকারী পশ্চিমা মিত্রদের পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোও ইউক্রেনের কাছে দুর্নীতি দূর করার প্রচেষ্টার আশ্বাস চেয়েছে।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট