হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল ন্যাটো

ইউক্রেনের সেনাবাহিনীর জন্য ৯০ টন গোলাবারুদ ও জ্যাভলিন মিসাইল সিস্টেমসহ সামরিক সহায়তা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, আরও কিছু সামরিক রসদ নিয়ে বেশ কয়েকটি ফ্লাইট ইউক্রেনে পৌঁছেছে। গত ১১ ফেব্রুয়ারি ফ্লাইটগুলো ইউক্রেনে পৌঁছায়। সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

সিএনএনের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর দেশে আরও সামরিক সহায়তা দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা এরই মধ্যে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করতে সহায়তা হিসেবে বেশ কয়েকটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে। 

ইউক্রেনের পাঠানো এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা এস-৩০০ ক্ষেপণাস্ত্রের চেয়ে কিছুটা কম। ইউক্রেনে পূর্বে সরবরাহ করা কাঁধে বহনযোগ্য স্টিংগার ক্ষেপণাস্ত্রের চেয়ে এই ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা আরও বেশি। 

একজন মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এই অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে রয়েছে—সোভিয়েত আমলের এসএ-৮, এসএ-১০, এসএ-১২, এসএ-১৪ ‘মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম’। 

তিনি আরও বলেন, ‘ন্যাটোর সদস্যদেশগুলো থেকে এ সিস্টেমগুলো সংগ্রহ করা হয়েছে। অস্ত্রের চালানটি পথে আছে।’ 

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার