হোম > বিশ্ব > ইউরোপ

দাভোসে বিশ্বের শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠক

সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ২০২৪ সালের বাৎসরিক বৈঠক। বৈঠকে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় নেতারা। পাশাপাশি বিভিন্ন বিষয়ের ওপর বিশেষজ্ঞ ব্যক্তিরাও এই সম্মেলনে যোগ দিয়েছেন। এই সম্মেলনের ফাঁকে বৈশ্বিক শ্রমিক ইউনিয়নগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি জে. ব্লিঙ্কেন আজ সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বৈশ্বিক শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে দেখা করেছেন।’ 

ম্যাথিউ মিলার আরও বলেছেন, ‘তাঁরা প্রেসিডেন্ট বিডেনের সাম্প্রতিক বৈশ্বিক শ্রমিক নির্দেশিকা নিয়ে আলোচনা করেছেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য বিশ্বব্যাপী শ্রম অধিকারের অগ্রগতি ও শ্রমের মান বাড়ানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন।’ 

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তাঁরা বিশ্বব্যাপী অর্থনৈতিক নীতি প্রণয়নে শ্রমিকদের কণ্ঠস্বরকে প্রাধান্য দেওয়া, তাদের মূল সমাজের মূল স্রোতে অন্তর্ভুক্ত করা এবং বিশ্বজুড়ে কর্মীদের ক্ষমতায়ন ও অধিকারকে এগিয়ে নেওয়ার জন্য তাদের অঙ্গীকারও নিশ্চিত করেছেন।’ 

গত সোমবার অর্থাৎ ১৫ জানুয়ারি শুরু হওয়া এই সম্মেলনে চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত। এই সম্মেলন বিশ্বে বিদ্যমান সমস্যাগুলো কেবল নির্ণয়ই করবে না পাশাপাশি এসব সমস্যার সমাধানও দেবে এবারের সম্মেলন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইভেন্ট এডিটোরিয়াল বিভাগের প্রধান শেখ তানজীব ইসলাম বলেছেন, ‘বাড়তি কথার দোকান’ নামে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বিরুদ্ধে যে অপবাদ রয়েছে তা ঘুচিয়ে আমরা এই সম্মেলনে বিশ্বের বড় বড় সমস্যাগুলোর সমাধান দিতে চাই।

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুতকেন্দ্র ক্রিপ্টোমাইনিংয়ে কাজে লাগাতে চান ট্রাম্প: পুতিন

ক্রিসমাসের প্রার্থনায় পুতিনের মৃত্যু চাইলেন জেলেনস্কি

মস্কোতে বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত তিন

ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে সেনা প্রত্যাহারের ইঙ্গিত জেলেনস্কির

পুতিনের সঙ্গে সিরিয়ার মন্ত্রীদের বৈঠক, আলোচনায় প্রতিরক্ষা সহযোগিতা

ইউক্রেনের আরও এক শহর রাশিয়ার দখলে, মস্কোয় ড্রোন হামলা

ফিলিস্তিনপন্থী প্ল্যাকার্ড হাতে এবার লন্ডনে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ

রেড স্কয়ারে কেন গায়ে আগুন দিলেন রুশ প্রতিরক্ষা কারখানার মালিক

ইউক্রেন যুদ্ধ অবসানের আলোচনা প্রকৃত ফলাফলের খুব কাছাকাছি: জেলেনস্কি

মস্কোতে গাড়িবোমা হামলায় রুশ জেনারেল সারভারভ নিহত