হোম > বিশ্ব > ইউরোপ

পৃথক দুই অঞ্চলে ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি 

কৃষ্ণসাগরে রুশ ও রাশিয়ার সীমান্তবর্তী শহর স্কফে ইউক্রেনীয় হামলায় উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষ্ণসাগরে রাশিয়ার হামলায় ইউক্রেনীয় সেনা বহনকারী চারটি নৌকা ডুবে গেছে। স্কফের একটি বিমানবন্দরে ইউক্রেনীয় হামলায় কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপি এবং কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার পৃথক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাশিয়ার সৈন্যরা কৃষ্ণসাগরে হামলা চালিয়ে ইউক্রেনের সেনা বহনকারী চারটি নৌকা ধ্বংস করেছে। অনুমান করা হচ্ছে, নৌকাগুলোতে অন্তত ৫০ জন সেনা ছিল। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ‘রাশিয়ার একটি বিমান ইউক্রেনীয় সেনা বহনকারী চার উচ্চগতির নৌকা ধ্বংস করেছে। নৌকা চারটিতে মোট ৫০ জন সেনা ছিল। মঙ্গলবার মধ্যরাতের কাছাকাছি সময়ে সেগুলোকে ধ্বংস করা হয়।’ 
 
এদিকে রাশিয়ার সীমান্তবর্তী শহর স্কফের একটি বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় চারটি বড় পরিবহন বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, ড্রোন হামলার পরপরই বিমানবন্দরটি থেকে ব্যাপক আগুন জ্বলতে দেখা যায় এবং গোলাগুলির আওয়াজ শোনা যায়। বিমান চারটি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। 
 
রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবহন বিমানগুলো ছিল আই১-৭৬ সিরিজের ভারী পরিবহন বিমান। বিমানগুলো দীর্ঘদিন ধরে রুশ সেনাবাহিনীকে সেবা দিয়ে আসছে। উল্লেখ্য, স্ফফ শহরটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার ভেতরে অবস্থিত এবং লাটভিয়া ও এস্তোনিয়ার সীমান্তের কাছে অবস্থিত। 

এদিকে স্কফের আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদারনিকভ তাঁর টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে ব্যাপক আগুন জ্বলতে দেখা যায় এবং ব্যাপক বিস্ফোরণেরও আওয়াজ শোনা যায়। ভেদারনিকভ তাঁর অ্যাকাউন্টে লিখেছেন, ‘স্কফ বিমানবন্দরে হওয়া হামলা প্রতিরক্ষা বাহিনী ঠেকিয়ে দিয়েছে।’ কেউ হতাহত হয়নি উল্লেখ করে ভেদারনিকভ বলেন, ‘প্রাথমিক তদন্ত বলছে, কেউ হতাহত হননি।’

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেননি পুতিন: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

কবিরাজিসহ প্রথাগত চিকিৎসার কার্যকারিতা খতিয়ে দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৪০০ বছরের ঐতিহ্যে ইতি, আর চিঠি বিলি করবে না ডেনমার্কের পোস্ট অফিস

গ্রিস উপকূলে মাছধরা নৌকা থেকে বাংলাদেশিসহ ৫৪০ অভিবাসী উদ্ধার

রাশিয়াকে পশ্চিম সম্মান করলে আর যুদ্ধ হবে না: পুতিন

ভারতে তেল দিয়ে ফেরার পথে বিধ্বস্ত রুশ জাহাজ—প্রতিশোধের হুমকি পুতিনের

ভারতে তেল দিয়ে ফেরার পথে রুশ জাহাজে আঘাত হানল ইউক্রেন

শান্তিতে মাচাদোর নোবেল পাওয়ার বিরুদ্ধে জুলিয়ান অ্যাসাঞ্জের মামলা

‘মান বাঁচাতে’ ইউক্রেনকে ১০৫ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইইউ

রাশিয়াকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফেরত নিতে বলছে তুরস্ক, কিন্তু কেন