হোম > বিশ্ব > ইউরোপ

কুখ্যাত মাফিয়া নেটওয়ার্কের সঙ্গে সংযোগ, ইতালিতে সন্ন্যাসিনী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ইতালির সবচেয়ে শক্তিশালী মাফিয়া নেটওয়ার্ক এনড্রাঙ্গেটার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে ইতালিতে আন্না ডোনেলি নামে এক নানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ডোনেলি সহ মোট ২৪ জনকে এই তদন্তের অংশ হিসেবে উত্তর ইতালি থেকে গ্রেপ্তার করা হয়।

ইতালীয় পুলিশ দাবি করেছে, এনড্রাঙ্গেটার বিভিন্ন গ্যাং এবং তাদের কারাবন্দী সদস্যদের মধ্যে বার্তাবাহক হিসেবে কাজ করতেন সন্ন্যাসিনী ডোনেলি। চার বছর ধরে চলমান একটি তদন্তে সম্প্রতি তাঁর নাম উঠে আসে।

ডোনেলি তাঁর ধর্মীয় ভূমিকা ব্যবহার করে একজন কারাগার স্বেচ্ছাসেবী হিসেবে বিনা বাধায় কারাগারে প্রবেশের সুযোগ নিতেন। পরে গোপনে নির্দেশনা, সহায়তা এবং গুরুত্বপূর্ণ বার্তা সরবরাহ করতেন গ্যাং সদস্যদের মধ্যে।

বর্তমানে আন্না ডোনেলি গৃহবন্দী অবস্থায় আছেন। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুই রাজনীতিবিদও আছেন। পুলিশের গ্রেপ্তার অভিযানে ইতালির লোমবার্ডি, ভেনেতো এবং দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়া থেকে ১৮ লাখ ইউরো মূল্যের সম্পত্তি জব্দ করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এই গ্যাং মূলত স্ক্র্যাপ মেটাল ব্যবসা ব্যবহার করে অর্থ পাচার করে। এনড্রাঙ্গেটা মাফিয়া নেটওয়ার্ককে বিশ্বের অন্যতম বিপজ্জনক অপরাধ সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ ইতালির কালাব্রিয়া অঞ্চল থেকেই এই মাফিয়া নিয়ন্ত্রিত হয়।

তদন্ত এখনো চলমান। উত্তর ইতালির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ। ডোনেলির গ্রেপ্তার এবং মাফিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট

পুতিনের মিত্র কাদিরভকে রাশিয়া থেকে অপহরণ করুক যুক্তরাষ্ট্র—চাওয়া জেলেনস্কির

ভেনেজুয়েলার বিনিময়ে ২০১৯ সালেই ট্রাম্পের কাছে ইউক্রেন চেয়েছিল রাশিয়া

লিওনার্দো দা ভিঞ্চির ডিএনএ পাওয়ার দাবি একটি শিল্পকর্মে

রানি বৌদিকার যুগের বিরল যুদ্ধসম্পদ আবিষ্কার

যে কারণে ৭ জানুয়ারি বড়দিন উদ্‌যাপন করে ২৫ কোটি খ্রিষ্টান