হোম > বিশ্ব > ইউরোপ

কুখ্যাত মাফিয়া নেটওয়ার্কের সঙ্গে সংযোগ, ইতালিতে সন্ন্যাসিনী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ইতালির সবচেয়ে শক্তিশালী মাফিয়া নেটওয়ার্ক এনড্রাঙ্গেটার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে ইতালিতে আন্না ডোনেলি নামে এক নানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ডোনেলি সহ মোট ২৪ জনকে এই তদন্তের অংশ হিসেবে উত্তর ইতালি থেকে গ্রেপ্তার করা হয়।

ইতালীয় পুলিশ দাবি করেছে, এনড্রাঙ্গেটার বিভিন্ন গ্যাং এবং তাদের কারাবন্দী সদস্যদের মধ্যে বার্তাবাহক হিসেবে কাজ করতেন সন্ন্যাসিনী ডোনেলি। চার বছর ধরে চলমান একটি তদন্তে সম্প্রতি তাঁর নাম উঠে আসে।

ডোনেলি তাঁর ধর্মীয় ভূমিকা ব্যবহার করে একজন কারাগার স্বেচ্ছাসেবী হিসেবে বিনা বাধায় কারাগারে প্রবেশের সুযোগ নিতেন। পরে গোপনে নির্দেশনা, সহায়তা এবং গুরুত্বপূর্ণ বার্তা সরবরাহ করতেন গ্যাং সদস্যদের মধ্যে।

বর্তমানে আন্না ডোনেলি গৃহবন্দী অবস্থায় আছেন। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুই রাজনীতিবিদও আছেন। পুলিশের গ্রেপ্তার অভিযানে ইতালির লোমবার্ডি, ভেনেতো এবং দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়া থেকে ১৮ লাখ ইউরো মূল্যের সম্পত্তি জব্দ করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এই গ্যাং মূলত স্ক্র্যাপ মেটাল ব্যবসা ব্যবহার করে অর্থ পাচার করে। এনড্রাঙ্গেটা মাফিয়া নেটওয়ার্ককে বিশ্বের অন্যতম বিপজ্জনক অপরাধ সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ ইতালির কালাব্রিয়া অঞ্চল থেকেই এই মাফিয়া নিয়ন্ত্রিত হয়।

তদন্ত এখনো চলমান। উত্তর ইতালির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ। ডোনেলির গ্রেপ্তার এবং মাফিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

রাশিয়ার পক্ষে খেলবেন ইউক্রেনীয় বিশ্ব চ্যাম্পিয়ন সোফিয়া, বাতিল হচ্ছে সব পুরস্কার

ইসরায়েলকে অংশগ্রহণ করতে দেওয়ায় ইউরোভিশন বয়কট ৪ দেশের

খুবই সাধারণ খাবার খান পুতিন, দেশে-বিদেশে খাদ্যতালিকায় যা থাকে

মড়ার উপর খাঁড়ার ঘা—জনসংখ্যার তীব্র সংকটে ইউক্রেন

বাংলাদেশি ও পাকিস্তানি শিক্ষার্থী ভর্তি স্থগিত করেছে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়

রাশিয়ার ক্ষমতা দেখাতেই গুপ্তচর স্ক্রিপালকে বিষ প্রয়োগে হত্যার নির্দেশ দেন পুতিন

কড়া নিরাপত্তায় পুতিনের ভারত সফর, রাশিয়া থেকে উড়িয়ে আনা হলো বুলেটপ্রুফ লিমুজিন

যেভাবেই হোক দনবাস দখলে নেবে রাশিয়া: পুতিন

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে বন্ধ হচ্ছে বাংলাদেশি–পাকিস্তানি ভর্তি, প্রায় ১২ হাজার ভিসা আবেদন বাতিল

স্মার্টফোন নেই পুতিনের, ব্যবহার করেন না ইন্টারনেটও, কিন্তু কেন