হোম > বিশ্ব > ইউরোপ

কুখ্যাত মাফিয়া নেটওয়ার্কের সঙ্গে সংযোগ, ইতালিতে সন্ন্যাসিনী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ইতালির সবচেয়ে শক্তিশালী মাফিয়া নেটওয়ার্ক এনড্রাঙ্গেটার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে ইতালিতে আন্না ডোনেলি নামে এক নানকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, ডোনেলি সহ মোট ২৪ জনকে এই তদন্তের অংশ হিসেবে উত্তর ইতালি থেকে গ্রেপ্তার করা হয়।

ইতালীয় পুলিশ দাবি করেছে, এনড্রাঙ্গেটার বিভিন্ন গ্যাং এবং তাদের কারাবন্দী সদস্যদের মধ্যে বার্তাবাহক হিসেবে কাজ করতেন সন্ন্যাসিনী ডোনেলি। চার বছর ধরে চলমান একটি তদন্তে সম্প্রতি তাঁর নাম উঠে আসে।

ডোনেলি তাঁর ধর্মীয় ভূমিকা ব্যবহার করে একজন কারাগার স্বেচ্ছাসেবী হিসেবে বিনা বাধায় কারাগারে প্রবেশের সুযোগ নিতেন। পরে গোপনে নির্দেশনা, সহায়তা এবং গুরুত্বপূর্ণ বার্তা সরবরাহ করতেন গ্যাং সদস্যদের মধ্যে।

বর্তমানে আন্না ডোনেলি গৃহবন্দী অবস্থায় আছেন। তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে দুই রাজনীতিবিদও আছেন। পুলিশের গ্রেপ্তার অভিযানে ইতালির লোমবার্ডি, ভেনেতো এবং দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়া থেকে ১৮ লাখ ইউরো মূল্যের সম্পত্তি জব্দ করা হয়েছে।

তদন্তকারীরা জানিয়েছেন, এই গ্যাং মূলত স্ক্র্যাপ মেটাল ব্যবসা ব্যবহার করে অর্থ পাচার করে। এনড্রাঙ্গেটা মাফিয়া নেটওয়ার্ককে বিশ্বের অন্যতম বিপজ্জনক অপরাধ সংগঠন হিসেবে বিবেচনা করা হয়। দক্ষিণ ইতালির কালাব্রিয়া অঞ্চল থেকেই এই মাফিয়া নিয়ন্ত্রিত হয়।

তদন্ত এখনো চলমান। উত্তর ইতালির বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ। ডোনেলির গ্রেপ্তার এবং মাফিয়া নেটওয়ার্কের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ—‘মিথ্যা’ বলছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে একের পর এক যুদ্ধবন্দীকে হত্যার অভিযোগ ইউক্রেনীয় কমান্ডারের

জেলেনস্কি চাইলেন ৫০, যুক্তরাষ্ট্র দিতে চায় ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি

তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত দিলেন ৪০ যুদ্ধ কভার করা বিবিসি সাংবাদিক

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও দনবাস ইস্যু এখনো অমীমাংসিত