হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারে ইউক্রেন

ইউক্রেনে প্রায় ১০০টি ড্রোন ও ৯০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। ছবি: এএফপি

রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই আক্রমণের ফলে দেশটির ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এই হামলায় রাশিয়া ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার রাতে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এটি চলতি মাসে দ্বিতীয় বড় আক্রমণ। রাজধানী কিয়েভসহ ওডেসা, খারকিভ, লুৎস্কসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।

ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হেরমান হালুশচেনকো জানিয়েছেন, রাশিয়া অন্তত ১২টি এলাকায় হামলা চালিয়েছে, যার প্রধান লক্ষ্য ছিল দেশটির জ্বালানি অবকাঠামো। এর ফলে দেশটির বেশির ভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। লভিভ অঞ্চলে প্রায় ৫ লাখ ২৩ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে।

ইউক্রেনে ইতোমধ্যেই তুষারপাত শুরু হয়েছে, তবে এখনও তীব্র শীত আসেনি। ইউক্রেনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাশিয়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করে শীতের মাসগুলোতে আরও আক্রমণ চালাতে পারে। এ ধরনের হামলা শীতকালীন পরিস্থিতি আরও কঠিন করে তুলবে।

ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, তাদের তাপ বিদ্যুৎকেন্দ্রগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এ বছর রাশিয়া জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে আটবার বড় আক্রমণ চালিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে। তখন থেকে এ পর্যন্ত কারখানা ও জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে প্রায় ১৯০ বারের বেশি হামলা চালিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘আমাদের জ্বালানিকেন্দ্রগুলো তাদের প্রধান লক্ষ্যবস্তু।’ চলমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার

গ্রিনল্যান্ড ইস্যুতে অস্তিত্ব সংকটে ন্যাটো

মার্কিনরা গ্রিনল্যান্ড আক্রমণ করলে ডেনিশরা ‘আগে গুলি করবে, পরে অন্য আলাপ’

মার্কিন আগ্রাসন থেকে বিশ্ব ব্যবস্থা রক্ষায় ভারত ও ব্রাজিলের ভূমিকা চান জার্মান প্রেসিডেন্ট

বিশ্বব্যবস্থাকে ধ্বংস করছে যুক্তরাষ্ট্র: জার্মান প্রেসিডেন্ট