হোম > বিশ্ব > ইউরোপ

বিদ্যুত গ্রিডে আঘাত: ইউক্রেনীয়দের ‘সবকিছু চার্জ’ করে নেওয়ার আহ্বান

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন। দেশটির জাতীয় জ্বালানি কোম্পানি আজ বৃহস্পতিবার তাদের নাগরিকদের ‘সবকিছু চার্জ’ করার আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার আবার রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউক্রেনের জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত হানে। ১০ অক্টোবর থেকে এই ধরনের হামলা করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। 

দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারা দেশে টানা চার ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। এ কারণে ফোন, পাওয়ার ব্যাঙ্ক, টর্চ এবং ব্যাটারি চার্জ করার আহ্বান জানান হয়েছে ।এ ছাড়া, অপারেটরটি ইউক্রেনীয়দের জল মজুতের কথাও বলা হয়েছে। 

এর আগে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছিলেন যে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ৩০ শতাংশ পাওয়ার স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনারগো বলেছে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসনের পর থেকে পূর্ববর্তী সময়ের তুলনায় গত ১০ দিনে বিদ্যুৎ কেন্দ্রগুলিতে বেশি হামলা হয়েছে।

গতকাল ইউক্রেনারগো সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছে, আগামীকাল (বৃহস্পতিবার) আমরা নিয়ন্ত্রিত, খরচ বিধিনিষেধ প্রয়োগ ও একটি সুষম উপায়ে সিস্টেমের কার্যকারিতা নিশ্চিত করব।  

ইউক্রেনারগো বলেছে, বিধিনিষেধগুলি সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ইউক্রেন জুড়ে প্রয়োগ করা যেতে পারে। এ ছাড়া কর্তৃপক্ষ ইউক্রেনীয়দের সন্ধ্যায় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানিয়েছে। 

দেশটির নাগরিকদের উদ্দেশে ইউক্রেনারগো বলেছেন, ‘আবহাওয়া ঠান্ডা হলে আমরা আপনার সাহায্য চাইব না এটা বলতে পারি না।’ 

ইতিমধ্যে রাজধানী কিয়েভের কিছু অংশ এবং ইউক্রেনের অনেক অঞ্চল বিক্ষিপ্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। রাশিয়ান ক্ষেপণাস্ত্রগুলি পশ্চিমে লভিভের মতো শহরগুলিসহ পুরো ইউক্রেন জুড়ে অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে।

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া