ইউক্রেনের সুমি শহরে গতকাল সোমবার রাতে বিমান হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। সুমি শহরের আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধান দিমিত্র ঝিভিৎস্কির ফেসবুক পোস্টের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গতকাল রাতে সুমি ও এর আশপাশের এলাকায় ব্যাপক বিমান হামলা হয়েছে। এতে ১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
দিমিত্র ঝিভিৎস্কি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে তিনি বলেন, স্থানীয় সময় রাত ১১টায় ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহরে বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। এই হামলায় ১০ জনের বেশি নিহত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে এদের মধ্যে শিশুও রয়েছে।
ওই ফেসবুক পোস্টে দিমিত্র ঝিভিৎস্কি আরও লিখেছেন, ‘আমাদের শিশুদের হত্যা করা হচ্ছে। আমরা ওদের কখনোই ক্ষমা করব না।’
তবে দ্য গার্ডিয়ান জানিয়েছে, তারা ঝিভিৎস্কির এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ ১৩তম দিনে গড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত ২৭টি শিশুসহ অন্তত ৪০৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।