রাশিয়ার সেনাদের বিভ্রান্ত করতে রাস্তার সাইনবোর্ড পরিবর্তন করছে ইউক্রেনীয় একটি কোম্পানি। একটি ফেসবুক পোস্টে তারা এমনটি জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইউক্রেনের রাস্তা নির্মাণ ও এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কোম্পানি উক্রভতোদরের পক্ষ থেকে একটি ফেসবুক পোস্টে বলা হয়, শত্রুর যোগাযোগব্যবস্থা দুর্বল। তারা সঠিক পথে যেতে পারবে না। আসুন তাদের সরাসরি নরকে যেতে সাহায্য করি।
পোস্টটিতে একটি রোড সাইনবোর্ডের এডিটেড ফটো পোস্ট করা হয়েছে, যেখানে কাছাকাছি শহরগুলোর দিকনির্দেশগুলো অশ্লীল শব্দ দিয়ে প্রতিস্থাপিত হয়েছে।