ফ্রান্সে টিকা দেওয়া ভ্রমণকারীদের লাগবে না করোনা পরীক্ষা। গতকাল শুক্রবার ফ্রান্স সরকারের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
একটি বিবৃতিতে ফ্রান্স সরকারের পক্ষ থেকে বলা হয়, শনিবার থেকে আপনি যে দেশ থেকে আসছেন না কেন ফ্রান্সে টিকা দেওয়ার প্রমাণ থাকলেই যথেষ্ট হবে। ঠিক যেমনটি ছিল ওমিক্রন ছড়িয়ে পড়ার আগে।
বিবৃতিতে আরও বলা হয়, টিকা না নেওয়া ভ্রমণকারীদের করোনা পরীক্ষায় নেগেটিভ হওয়ার প্রমাণ দেখাতে হবে। তবে সবুজ তালিকা দেশ থেকে আসা ভ্রমণকারীদের ফ্রান্সে পৌঁছানোর পর করোনা টেস্ট ও কোয়ারেন্টিন লাগবে না।
তবে কমলা তালিকায় থাকা দেশগুলোর ভ্রমণকারীদের ফ্রান্সে ভ্রমণের জন্য প্রয়োজনীয় কারণ দেখাতে হবে। পাশাপাশি ফ্রান্সে পৌঁছানোর পর করোনা টেস্ট করাতে হবে।
গত ডিসেম্বরে ওমিক্রন সংক্রমণের শঙ্কার ঝুঁকিতে ভ্রমণকারীদের জন্য বিধিনিষেধ আরোপ করেছিল ফ্রান্স।