ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, ৫৬২ জন রুশ সেনা ইউক্রেনের হেফাজতে রয়েছে। তাঁদের সবার সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী আচরণ করা হচ্ছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রাশিয়ার হয়ে প্রচারণা চালানো অন্তত দেড় হাজার মস্কোপন্থী মিডিয়া আউটলেট বন্ধ করে দেওয়া হয়েছে।
ইউক্রেনের পুলিশ বলেছে, দেড় হাজার মিডিয়া আউটলেট ব্লক করে দেওয়া হয়েছে। ব্লক করে দেওয়া মিডিয়া আউটলেটের শ্রোতা-পাঠকের সংখ্যা আনুমানিক দেড় কোটি।