গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর পর থেকেই অস্ত্রের চাহিদা বেড়ে যায় ইউক্রেনের। আর এই অস্ত্রের অন্যতম জোগানদাতা যুক্তরাজ্যের এক ব্যবসায়ী। ব্রিটিশ সংবাদমাধ্যম চ্যানেল ফোরের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
নিক মিড নামের ওই ব্যবসায়ী তাঁর বিনোদন কোম্পানি ‘ট্যাংকস অ্যা লট’-এর জন্য কয়েক দশক ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণায়ের কাছ থেকে সামরিক যান কিনছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে অস্ত্রের জন্য মরিয়া ইউক্রেন তাঁর শরণাপন্ন হয় এবং অস্ত্র কিনতে শুরু করে।
সরকারি তথ্য অনুসারে, শুধু ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্য থেকে তিন কোটি পাউন্ডেরও বেশি মূল্যের সামরিক যান ইউক্রেনে পাঠানো হয়েছিল। যেখানে পুরো ২০২১ সালে মাত্র ৩৭ হাজার পাউন্ড মূল্যের গাড়ি বিক্রি হয়। আর ২০২০ সালে ছিল ৫ লাখ ৫০ হাজার এবং ২০১৯ সালে কোনো অস্ত্রই বিক্রি হয়নি।
ব্রিটিশ সাঁজোয়া যানের ক্রমবর্ধমান চাহিদা দাম বাড়িয়েছে অনেক। ফলে কেউ কেউ বিক্রেতাদের বিরুদ্ধে অতিরিক্ত মুনাফা অর্জনের অভিযোগ এনেছে।
তবে নিক বলেছেন, তিনি ইউক্রেনের বাহিনীকে আর বেশি দিন অস্ত্র সরবরাহ করতে পারবেন না। কারণ, কয়েক দশক ধরে লন্ডনের বার্কলেস ব্যাংকে থাকা অ্যাকাউন্টের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন করতেন নিক। সেই অ্যাকাউন্টটি এখন বন্ধ হয়ে গেছে। কারণ, তাঁর ব্যবসাকে খুব বেশি ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছে।
বার্কলেসের একজন মুখপাত্র জানিয়েছেন, ‘গ্রাহক অ্যাকাউন্টগুলো বন্ধ করার সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়। আমাদের কাছে থাকা সব তথ্যের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়।’