হোম > বিশ্ব > ইউরোপ

প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগেও বরিসের অফিসে চলেছে মদের পার্টি

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কর্মীরা আয়োজন করেছিলেন মদের পার্টি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৬ এপ্রিল ওই মদের পার্টি অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ জন কর্মী ওই পার্টিতে অংশ নেন। প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগে তাঁরা নেচে-গেয়ে পার্টি উদ্‌যাপন করেন। তবে ওই পার্টিতে উপস্থিত ছিলেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি চেকার্সের ছুটি কাটাচ্ছিলেন। 

গত বছরের ১৭ এপ্রিল প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ওই সময় যুক্তরাজ্যে লকডাউনও চলছিল। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বরিস জনসনের সাবেক যোগাযোগ পরিচালক জেমস স্ল্যাকের বিদায়ি পার্টি ছিল সেটি। সেখানে একটি বিদায়ি ভাষণ দিয়েছিলেন জেমস স্ল্যাক। সেখানে তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন।

জেমস স্ল্যাক বর্তমানে দ্য সান সংবাদমাধ্যমে উপসম্পাদকের পদে রয়েছেন। 

যুক্তরাজের বিরোধী লেবার পার্টির নেত্রী অ্যাঞ্জেলা রেনার বলেন, ডাউনিং স্ট্রিটের এমন কর্মকাণ্ডে আমি বাকরুদ্ধ। 

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন। এরই মধ্যে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ ঘটনায় বরিস জনসনের নিজ দলের এমপিরাই প্রকাশ্যে তাঁর পদত্যাগ দাবি করেছেন।

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের নিন্দায় সরব রাশিয়া, নীরব চীন

৪ লাখ রুশ হতাহতের দাবি ইউক্রেনের, ৬৬৪০ বর্গকিমি দখলের দাবি রাশিয়ার

সুইজারল্যান্ডের বারে আগুনে মৃত্যু ৪০, দুর্ঘটনার কারণ শ্যাম্পেনের বোতলে লাগানো আতশবাজি

কথিত ড্রোন হামলা পুতিনের কোন বাড়িতে হয়েছে—কে থাকেন সেখানে

তীব্র শীতেও গ্যাস-বিদ্যুৎ ছাড়া বাঁচতে শিখে যাচ্ছে ইউক্রেনের মানুষ

সুইস স্কি রিসোর্টের পার্টি রূপ নিল ট্র্যাজেডিতে

থার্টিফার্স্ট নাইটে সুইজারল্যান্ডে বারে বিস্ফোরণ, নিহত অন্তত ৪০

ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তি আর মাত্র ১০ শতাংশ বাকি: জেলেনস্কি

ব্রিটেনের রানি ক্যামিলাও যৌন নিপীড়নের শিকার হয়েছিলেন

জার্মানিতে হলিউড স্টাইলে ডাকাতি, ব্যাংকের ভল্ট কেটে ৩ কোটি ইউরো লুট