হোম > বিশ্ব > ইউরোপ

প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগেও বরিসের অফিসে চলেছে মদের পার্টি

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কর্মীরা আয়োজন করেছিলেন মদের পার্টি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৬ এপ্রিল ওই মদের পার্টি অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ জন কর্মী ওই পার্টিতে অংশ নেন। প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগে তাঁরা নেচে-গেয়ে পার্টি উদ্‌যাপন করেন। তবে ওই পার্টিতে উপস্থিত ছিলেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি চেকার্সের ছুটি কাটাচ্ছিলেন। 

গত বছরের ১৭ এপ্রিল প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ওই সময় যুক্তরাজ্যে লকডাউনও চলছিল। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বরিস জনসনের সাবেক যোগাযোগ পরিচালক জেমস স্ল্যাকের বিদায়ি পার্টি ছিল সেটি। সেখানে একটি বিদায়ি ভাষণ দিয়েছিলেন জেমস স্ল্যাক। সেখানে তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন।

জেমস স্ল্যাক বর্তমানে দ্য সান সংবাদমাধ্যমে উপসম্পাদকের পদে রয়েছেন। 

যুক্তরাজের বিরোধী লেবার পার্টির নেত্রী অ্যাঞ্জেলা রেনার বলেন, ডাউনিং স্ট্রিটের এমন কর্মকাণ্ডে আমি বাকরুদ্ধ। 

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন। এরই মধ্যে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ ঘটনায় বরিস জনসনের নিজ দলের এমপিরাই প্রকাশ্যে তাঁর পদত্যাগ দাবি করেছেন।

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া

যুক্তরাজ্যে ভারতীয়সহ ৬০০ ঔপনিবেশিক প্রত্নবস্তু চুরি, দুই মাস পর জানাল পুলিশ

ভারতীয় কারিগরদের তৈরি চপ্পল লাখ টাকায় বিক্রি করবে প্রাডা

আমরাই রাশিয়ার পরবর্তী লক্ষ্য—বার্লিনে ন্যাটো মহাসচিবের সতর্কবার্তা