হোম > বিশ্ব > ইউরোপ

প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগেও বরিসের অফিসে চলেছে মদের পার্টি

রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগেও ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে কর্মীরা আয়োজন করেছিলেন মদের পার্টি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত বছরের ১৬ এপ্রিল ওই মদের পার্টি অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ জন কর্মী ওই পার্টিতে অংশ নেন। প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগে তাঁরা নেচে-গেয়ে পার্টি উদ্‌যাপন করেন। তবে ওই পার্টিতে উপস্থিত ছিলেন না যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি চেকার্সের ছুটি কাটাচ্ছিলেন। 

গত বছরের ১৭ এপ্রিল প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ওই সময় যুক্তরাজ্যে লকডাউনও চলছিল। 

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিসের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে বরিস জনসনের সাবেক যোগাযোগ পরিচালক জেমস স্ল্যাকের বিদায়ি পার্টি ছিল সেটি। সেখানে একটি বিদায়ি ভাষণ দিয়েছিলেন জেমস স্ল্যাক। সেখানে তিনি তাঁর সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন।

জেমস স্ল্যাক বর্তমানে দ্য সান সংবাদমাধ্যমে উপসম্পাদকের পদে রয়েছেন। 

যুক্তরাজের বিরোধী লেবার পার্টির নেত্রী অ্যাঞ্জেলা রেনার বলেন, ডাউনিং স্ট্রিটের এমন কর্মকাণ্ডে আমি বাকরুদ্ধ। 

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যজুড়ে চলছিল লকডাউন। তখন দেশটিতে জমায়েত, পার্টি—সবকিছুর ওপরই নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময়ই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টি করেছিলেন জনসন। এরই মধ্যে এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এ ঘটনায় বরিস জনসনের নিজ দলের এমপিরাই প্রকাশ্যে তাঁর পদত্যাগ দাবি করেছেন।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার