হোম > বিশ্ব > ইউরোপ

আগুন নিভে গেছে, কেউ হতাহত হয়নি

রুশ বাহিনীর গোলার আঘাতে আগুন ধরে যাওয়া ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন অবশেষে নেভানো সম্ভব হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। সেখানে কেউ মারা যায়নি কিংবা আহত হয়নি।

এর আগে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লাগার কথা জানিয়েছিলেন পার্শ্ববর্তী শহর এনারহোদরের মেয়র দিমিত্র অরলভ। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভবন ও ব্লকগুলোতে শত্রুদের নিরলস গোলাগুলিতে আগুন লেগেছে।’ রুশ সেনাদের গোলাগুলির কারণে সেখানে দমকলবাহিনীর কর্মীরা যেতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি।

তখন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটারে লিখেছিলেন, রুশ বাহিনীর অবিলম্বে আগুন বন্ধ করতে হবে। সেখানে অগ্নিনির্বাপকদের যাওয়ার অনুমতি দিতে হবে। একটি নিরাপত্তাবলয় স্থাপন করতে হবে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে সে বিষয়ে জানায়নি মার্কিন কর্তৃপক্ষ।

এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব জেনিফার গ্রানহোম বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লি নিরাপদে বন্ধ করা হচ্ছে। সবশেষে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানাল, আগুন নেভানো সম্ভব হয়েছে এবং এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। 

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি

আবারও পোল্যান্ডে সেনা পাঠাচ্ছে জার্মানি

শান্তির জন্য ন্যাটোর আশা ছাড়ার ইঙ্গিত দিল ইউক্রেন

১২৩ বন্দী মুক্তির বিনিময়ে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার পেল বেলারুশ

রাশিয়ার হামলায় বিদ্যুৎবিহীন ইউক্রেনের ১০ লাখ পরিবার

৫ ফুট উচ্চতার সুড়ঙ্গ খুঁড়ে বেলারুশ থেকে পোল্যান্ডে ১৮০ অভিবাসী, চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ

ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম, বেশির ভাগই বাংলাদেশ-ভারত-পাকিস্তানের

ইউক্রেনের ২ বন্দরে রুশ হামলায় ৩ তুর্কি জাহাজ ক্ষতিগ্রস্ত

দনবাসে ‘মুক্ত অর্থনৈতিক অঞ্চল’ গড়তে চায় যুক্তরাষ্ট্র, ব্যবসা করবে সবাই

স্কুলে কিশোরীদের হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করল অস্ট্রিয়া