হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার ৪০ মাইল সামরিক বহরের সেনারা ঠান্ডায় মারা যেতে পারেন  

ঠান্ডায় জমে মারা যেতে পারেন ইউক্রেনে থাকা রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সামরিক বহরের সেনারা। আগামী কয়েক দিনে ইউক্রেনের তাপমাত্রা আরও কমার সম্ভাবনা থাকায় এমন শঙ্কা তৈরি হয়েছে। এমনটি জানিয়েছেন বাল্টিক সাগর অঞ্চলের নিরাপত্তা এবং প্রতিরক্ষাবিষয়ক সংস্থা বাল্টিক সিকিউরিটি ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্লেন গ্রান্ট। 

মার্কিন সংবাদমাধ্যম নিউজউইককে এক সাক্ষাৎকারে গ্লেন গ্রান্ট জানায়, তাপমাত্রা কমলে ও ট্যাংকগুলোর ইঞ্জিন বন্ধ করে রাখলে সেগুলো একটি বড় রেফ্রিজারেটরে পরিণত হবে। 

 গ্লেন গ্রান্ট বলেন, রুশ ছেলেরা অপেক্ষা করবে না, তারা বেরিয়ে যাবে, জঙ্গলে হাঁটতে শুরু করবে এবং ঠান্ডায় জমে মৃত্যু এড়াতে আত্মসমর্পণ করবে। 

রাশিয়ার স্থল বাহিনীর ৪০ মাইল লম্বা একটি বহর ট্যাংকসহ ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছিল বলে জানিয়েছিল যুক্তরাষ্ট্রের বেসরকারি কোম্পানি ম্যাক্সার। তবে সেই বহরের গতি অনেকটাই কমে গেছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, বহরটি কিয়েভ থেকে এখন ১৯ মাইল দূরে আছে। 

চলতি সপ্তাহের মাঝামাঝি পূর্ব ইউক্রেনের তাপমাত্রা কমে যাবে। সেখানে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। কিয়েভেও তাপমাত্রা মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। 

 প্রাক্তন ব্রিটিশ মেজর কেভিন প্রাইস ডেইলি মেইলকে বলেছেন যে তাপমাত্রার পারদ নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ানদের ট্যাংকগুলো ৪০-টন ফ্রিজার ছাড়া আর কিছুই হবে না। তিনি আরও বলেন, এই প্রতিকূল সৈন্যদের মনোবল ধ্বংস করবে। 

একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৪০ মাইল দীর্ঘ সামরিক বহরটিতে যান্ত্রিক ত্রুটি এবং জ্বালানি সংকট দেখা দিয়েছে। এদিকে এই তাপমাত্রা কমার কারণে বিপাকে পড়বে ইউক্রেনের শরণার্থীরাও। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে এ পর্যন্ত ২০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছে।

ট্রাম্পের হুমকি-ধমকির মধ্যে গ্রিনল্যান্ডে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে ইইউ

পুতিন নন, ইউক্রেন যুদ্ধবিরতি হচ্ছে না জেলেনস্কির কারণে: ট্রাম্প

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন—নতুন প্রতিরক্ষামন্ত্রীর তথ্য

লন্ডনের মেয়র সাদিককে হটাতে মুসলিম নারীকে প্রার্থী করছে ফারাজের দল

প্রেমহীন জীবন ইউক্রেনে, পরিণয় ও সন্তানের স্বপ্ন কেড়ে নিয়েছে যুদ্ধ

পুতিনকে রাশিয়া থেকে ধরে নিয়ে যেতে চান ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘিরে উত্তেজনার মধ্যে দক্ষিণ আফ্রিকায় চীনের নেতৃত্বে যুদ্ধজাহাজের যৌথ মহড়ায় রাশিয়া ও ইরান

ডেভিড-ভিক্টোরিয়ার সঙ্গে সম্পর্ক চরমে, আইনজীবীর মাধ্যমে যোগাযোগ চান ব্রুকলিন বেকহাম

ইউক্রেনে ফের শক্তিশালী ওরেশনিক ক্ষেপণাস্ত্র হামলা, পশ্চিমাদের কঠোর বার্তা দিল রাশিয়া

শব্দের চেয়ে ১০ গুণ গতির মিসাইল দিয়ে ইউক্রেনে আঘাত রাশিয়ার